১৫ জুন, ২০২২ ০৬:৫৫

ম্যাক্সওয়েলের খুনে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার দারুন জয়

অনলাইন ডেস্ক

ম্যাক্সওয়েলের খুনে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার দারুন জয়

সংগৃহীত ছবি

ব্যাটিংয়ে ঝড়ো ইনিংস খেলার পর বল হাতেও আলো ছড়ালেন ভানিন্দু হাসারাঙ্গা। জাগালেন জয়ের আশা। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠল না শ্রীলঙ্কা। খুনে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে দারুণ জয় এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। পাল্লেকেলেতে মঙ্গলবার (১৪ জুন) পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ২ উইকেটে জিতেছে অ্যারন ফিঞ্চের দল।

টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের ফিফটি ও হাসারাঙ্গার ক্যামিওতে ৫০ ওভারে শ্রীলঙ্কা ৭ উইকেটে করে ৩০০ রান। অস্ট্রেলিয়ার ইনিংসের ত্রয়োদশ ওভারে বৃষ্টি নামলে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ২৮২। ৯ বল বাকি থাকতে সেটি পেরিয়ে যায় সফরকারীরা।

হাসারাঙ্গা তিন বলের মধ্যে যখন ফিরিয়ে দেন অ্যালেক্স কেয়ারি ও প্যাট কামিন্সকে, অস্ট্রেলিয়ার দরকার ৫১ বলে ৫৪। হাতে উইকেট কেবল ৩টি। তবে বিপদ হতে দেননি ম্যাক্সওয়েল। তার ৫১ বলে ৬টি করে চার-ছক্কায় অপরাজিত ৮০ রানের চমৎকার ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে ৫৩ রান।

বিফলে গেছে হাসারাঙ্গার অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাটিংয়ে ১৯ বলে ৩৭ রানের পর ৪ উইকেট নেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। শ্রীলঙ্কার হয়ে ৮৭ বলে সর্বোচ্চ ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন কুসল মেন্ডিস। দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা ৫৩ বলে ৫৫ ও পাথুম নিসানকা ৬৮ বলে করেন ৫৬ রান।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩০০/৭ (গুনাথিলাকা ৫৫, নিসানকা ৫৬, মেন্ডিস ৮৬*, ধনাঞ্জয়া ৭, আসালাঙ্কা ৩৭, শানাকা ৬, করুনারত্নে ৭, হাসারাঙ্কা ৩৭; হেইজেলউড ১০-০-৫৪-১, ম্যাক্সওয়েল ১০-০-৬০-০, কামিন্স ৮-১-৪৮-০, রিচার্ডসন ৮-০-৬৪-১, অ্যাগার ১০-০-৪৯-২, স্টয়নিস ১-০-৩-০, লাবুশেন ৩-০-১৯-২) 

অস্ট্রেলিয়া: (লক্ষ্য ৪৪ ওভারে ২৮২) ৪২.৩ ওভারে ২৮২/৮ (ওয়ার্নার ০, ফিঞ্চ ৪৪, স্মিথ ৫৩, লাবুশেন ২৪, স্টয়নিস ৪৪, কেয়ারি ২১, ম্যাক্সওয়েল ৮০*, কামিন্স ০, অ্যাগার ৩, রিচার্ডসন ১*; চামিরা ৭.৩-০-৬০-০, থিকশানা ৮-০-৫১-১, করুনারত্নে ৪-০-১৬-০, হাসারাঙ্গা ৯-০-৫৮-৪, ওয়াল্লালাগে ৭-০-৪৯-২, ধনাঞ্জয়া ৩-০-১৪-০, শানাকা ৪-০-২৭-১)  

ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ২ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে অস্ট্রেলিয়া এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল

বিডি-প্রতিবেদন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর