১৭ জুন, ২০২২ ১৪:১৯

‘আমার কাছে কোনো ব্যাখ্যা নেই’

অনলাইন ডেস্ক

‘আমার কাছে কোনো ব্যাখ্যা নেই’

অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে টাইগাররা অলআউট হয়েছে মাত্র ১০৩ রানে। অধিনায়ক সাকিব আল হাসানের ৫১ রান বাদ দিলে বাকি ১০ জন মিলে করেছেন মাত্র ৫২ রান। ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে ৭ ব্যাটারকেই এক অঙ্কের ঘরে মাঠ ছাড়তে হয়েছে। এই সাতজনের ছয়জনই আবার ডাক (০) মেরেছেন। এর আগে শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন লজ্জার রেকর্ড রয়েছে বাংলাদেশের।

এমন ব্যাটিংয়ের পর নিজ দলের পারফরম্যান্স ব্যাখ্যা করার কোনো সুযোগই দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। তবে হাসির ছলে একটি পুরোনো বার্তাই আবার নতুন করে দিয়েছেন সাকিব। তা হলো, পারফর্ম না করলে যে কারও পক্ষে দলে জায়গা ধরে রাখা কঠিন হয়ে যাবে।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘এই পারফরম্যান্সের কোনোভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ দেখি না। আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আমি জানি না অন্য কারো কাছে আছে কি না।’

তিনি আরও যোগ করেন, ‘সাধারণত যেটা হয়, কোচ-অধিনায়কের কাজটা সহজ। ধরুন কেউ পারফর্ম করলো না, তাকে বাদ দিয়ে দেই। সবচেয়ে সহজ কাজ কোচ, অধিনায়ক ও নির্বাচকদের। তুমি পারফর্ম করছো না, বাদ দিয়ে দিলাম।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর