১৪ জুলাই, ২০২২ ১৮:৩১

ডোপিং কেলেঙ্কারিতে ১০ মাস নিষিদ্ধ শহিদুল ইসলাম

অনলাইন ডেস্ক

ডোপিং কেলেঙ্কারিতে ১০ মাস নিষিদ্ধ শহিদুল ইসলাম

ডোপিং কেলেঙ্কারিতে ১০ মাস নিষিদ্ধ শহিদুল ইসলাম

ডোপিং কেলেঙ্কারিতে (বলবর্ধক ওষুধ প্রয়োগ) জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শহিদুল ইসলামকে ১০ মাস নিষিদ্ধ করেছে আইসিসি। একটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন ২৭ বছর বয়সী এই পেসার। 

অপরাধ স্বীকার করার পর শহিদুলকে ১০ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাসপেন্ড করা হয়েছে।

১০ মাসের সাসপেনশনটি ২৮ মে, যেদিন তিনি অপরাধ স্বীকার করেছিলেন, সেই দিন কার্যকর হবে। যার অর্থ হলো বাংলাদেশের এই পেসার ২০২৩ সালের ২৮ মার্চ খেলার যোগ্য হবেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির অ্যান্টি ডোপিং কোডের ২.১ ধারা ভঙ্গ করার দায়ে তাকে এমন শাস্তি দেওয়ার কথা জানানো হয়েছে।

শরীরের টেস্টোস্টেরন বাড়ানোর জন্য ক্লোমিফেন নিয়েছিলেন শহিদুল। যেটি টুর্নামেন্ট চলাকালীন ও এর বাইরেও ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাজেন্সি (ওয়াডা) নিষিদ্ধ করেছে। আইসিসির স্বাভাবিক ইউরিন নমুনা পরীক্ষায় পজিটিভ হন শহিদুল।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর