২১ জুলাই, ২০২২ ১৮:০৬

সরে দাঁড়ালেন ৫ বারের বিজয়ী কার্লসেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়বেন নেপো-ডিং লিরেন

অনলাইন ডেস্ক

সরে দাঁড়ালেন ৫ বারের বিজয়ী কার্লসেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়বেন নেপো-ডিং লিরেন

ম্যাগনাস কার্লসেন

নরওয়ের দাবাড়ু ম্যাগনাস কার্লসেন টানা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এ খেলা এখন তার কাছে একঘেয়ে লাগছে। টুর্নামেন্ট খেলার জন্য উৎসাহ না পেয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার ম্যাগনাস কার্লসেন এ তথ্য জানিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখার জন্য আগামী বছর আর লড়াইয়ে নামবেন না ৩১ বছর বয়সী এ দাবাড়ু। গত বছর রুশ গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপোমিনিয়াশচিকে হারিয়ে পঞ্চমবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হন ম্যাগনাস কার্লসেন। এই বছরও সেই ইয়ান নেপোমিনিয়াশচির বিরুদ্ধেই খেলতে হতো তাকে। বর্তমান বিধি অনুযায়ী, ম্যাগনাস কার্লসেন সরে দাঁড়ানোয় নেপো বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলবেন ক্যান্ডিডেট রানার-আপ গ্র্যান্ডমাস্টার ডিং লিরেনের বিপক্ষে।

ম্যাগনাস কার্লসেন জানান, ‌‘আমি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়ে নিজ দলের সঙ্গে কথা বলেছি, ফিদেকেও জানিয়েছি। আমি এ বিষয়ে ইয়ানের (ইয়ান নেপোমিনিয়াশচি) সঙ্গেও কথা বলেছি। আমি আরও একটি টুর্নামেন্ট খেলার জন্য অনুপ্রেরণা পাচ্ছি না। আমার তেমন কিছু পাওয়ার নেই এখান থেকে। আসলে আমার এই টুর্নামেন্টই পছন্দ না। আমি নিশ্চিত, এ টুর্নামেন্টের ঐতিহাসিক তাৎপর্য আছে। তবে আমি এটি খেলার উৎসাহ পাচ্ছি না এবং আমি খেলবো না।’

১৩ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হন কার্লসেন। ১৯ বছর বয়সে বিশ্বের এক নম্বর দাবাড়ু হন। বিশ্বনাথন আনন্দকে হারিয়ে ২০১৩ সালে ২২ বছর বয়সে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ম্যাগনাস কার্লসেন। গত বছর ফাইনালে পঞ্চমবারের মতো জেতার পরেই ম্যাগনাস কার্লসেন স্বীকার করে নিয়েছিলেন, ‘‘এখনই মোটামুটি বলে দিতে পারি, এটাই আমার শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। একটা সময় এই প্রতিযোগিতার যতটা গুরুত্ব আমার কাছে ছিল, এখন আর সেটা নেই।’’


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর