২৭ জুলাই, ২০২২ ১৭:০৯

তিন ফরম্যাটেই শীর্ষ তিনে, চলছে বাবর রাজত্ব

অনলাইন ডেস্ক

তিন ফরম্যাটেই শীর্ষ তিনে, চলছে বাবর রাজত্ব

বাবর আজম।

ক্রিকেটে এখন চলছে বাবর আজমের রাজত্ব। টি-টোয়েন্টিতে শীর্ষে বাবর, ওয়ানডেতেও সেই একই কথা। টেস্টেও এবার শীর্ষ তিনে উঠে এলেন এই পাকিস্তানি ব্যাটার। 

অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে ডিঙিয়ে বাবর উঠে এসেছেন তিনে। 

গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের ঐতিহাসিক জয়, ব্যাটে রাজত্ব করেছেন বাবর। প্রথম ইনিংসটা ১১৯ রানের, দ্বিতীয় ইনিংসে ৩৪২ রানের লক্ষ্যে বাবরের ৫৫ রান দলকে অনেকটা জয়ের দিকে এগিয়ে দিয়েছে।

আইসিসিও তাই বাবরের রাজত্ব মানতে বাধ্য হয়েছে। আজ বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক টেস্ট র‌্যাংকিংয়ে বাবরের অবস্থান তিন।

বর্তমানে ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষ তিনে নিজের অবস্থান ধরে রাখা একমাত্র ব্যাটার বাবর। আরেকটু সময় দমটা ধরে রাখতে পারলেই তিন ফরম্যাটেই তার শীর্ষে ওঠার সুযোগও আছে। টেস্টে বাবরের ওপরে আছেন কেবল, মারনাস লাবুশেন (রেটিং পয়েন্ট ৮৮৫), জো রুট (৯২৩ পয়েন্ট)। বাবরের রেটিং পয়েন্ট ৮৭৪।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর