৩০ জুলাই, ২০২২ ০৮:৫৩

অজুহাত দিতে চাই না, জেতার জন্য এসেছি : সোহান

অনলাইন ডেস্ক

অজুহাত দিতে চাই না, জেতার জন্য এসেছি : সোহান

নুরুল হাসান সোহান। ফাইল ছবি

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ শনিবার। তবে সিনিয়র অনেক ক্রিকেটারই নেই জিম্বাবুয়ে সফরে। তাই অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানের নতুন অ্যাসাইনমেন্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চ্যালেঞ্জ থাকলেও কোনো অজুহাত দিতে চান না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। সেই সঙ্গে সোহান জানিয়েছেন, জিম্বাবুয়েতে তারা শেখার জন্য নয়, জেতার জন্য গিয়েছেন।

প্রথম টি-টোয়েন্টির আগে হারারেতে সংবাদ সম্মেলনে সোহান বলেন, প্রথমত আমি কোনো অজুহাত দিতে চাই না। আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু এখানে তিনটি ম্যাচের জন্য এসেছি অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। যেটা বললাম চ্যালেঞ্জ নেওয়ার জন্য সবাই খুব আগ্রহী।

তিনি আরও বলেন, আমার কাছে মনে হয় যে ভালো একটা সিরিজ হবে। যদি বলেন হ্যাঁ, আমরা তরুণ একটা দল। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা এখানে শিখতে আসিনি। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে তবে আমরা জেতার জন্যই এখানে এসেছি।

টি-টোয়েন্টি অধিনায়ক জানান, তাদের (জিম্বাবুয়ে) কন্ডিশনে তারা অবশ্যই ভালো দল। কিন্তু আমি আমার দল নিয়ে খুশি। ভালো একটা সিরিজ হবে এবং অবশ্যই লক্ষ্য থাকবে আমরা যেন শীর্ষে থেকে শেষ করতে পারি।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর