শিরোনাম
৪ আগস্ট, ২০২২ ২২:১০

বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে

এক এক করে ঘরোয়া ফুটবলের অচল চাকা সচল হচ্ছে। পাইওনিয়ারের পর এবার বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ লিগও মাঠে গড়ানোর অপেক্ষায় রয়েছে। আজ বসুন্ধরা কিংস অ্যারিনা মিডিয়া কনফারেন্স রুমে ঢাকা মহানগরী লিগ কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। 

কমিটির চেয়ারম্যান বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান সভায় সভাপতিত্ব করেন। একই সঙ্গে বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের ড্র অনুষ্ঠিত হয়। ১৮টি দল দুই গ্রুপে বিভক্ত হয় লিগ অংশ নেবে। 

‘এ’ গ্রুপে খেলবে বিক্রমপুর কিংস, জাবিদ আহসান সোহেল কেসি, গৌরিপুর স্পোর্টিং ক্লাব, খিলগাঁও ফুটবল একাডেমি, আরামবাগ ফুটবল একাডেমি, সিদ্দিক বাজার জুনিয়র স্পোর্টিং ক্লাব, বিজিপ্রেস ও বিকেএসপি। ‘খ’ গ্রুপে কদমতলা সংসদ, আলমগীর সমাজ কল্যাণ, সিটি ক্লাব, টঙ্গী ক্রীড়া চক্র, পূর্বাচল পরিষদ, কল্লোল সংঘ, কিংস্টার স্পোর্টিং ক্লাব, সাইফ স্পোর্টিং জুনিয়র ও যাত্রাবাড়ী ঝটিকা সংসদ। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর