২২ আগস্ট, ২০২২ ০৮:৪৭

লিডসে ধরাশায়ী চেলসি

অনলাইন ডেস্ক

লিডসে ধরাশায়ী চেলসি

নতুন মৌসুমে দুর্দান্ত সময় পার করছে লিডস ইউনাইটেড। তিন ম্যাচে মাঠে নেমে তারা তুলে নিয়েছে ৭ পয়েন্ট। সবশেষ রবিবার রাতে তারা ঘরের মাঠে ধরাশায়ী করেছে চেলসিকে। 

সবশেষ ২০০২ সালে ঘরের মাঠে চেলসিকে ২-০ গোলে হারিয়েছিল লিডস। ২০ বছর পর রবিবার ৩-০ গোলে হারালো ব্লুজদের।

ঘরের মাঠে ম্যাচের ৩৩ মিনিটে লিড নেয় লিডস। এ সময় ব্রেনডেন আরোনসন কাছ থেকে গোল করে এগিয়ে নেন দলকে। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় ফ্রি কিক পায় লিডস। ফ্রি কিক থেকে জ্যাক হ্যারিসন ক্রসে বল বাড়িয়ে দেন রদ্রিগোকে উদ্দেশ্য করে। রদ্রিগো হেডে বল জালে পাঠান। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দ্য পিককসরা।

বিরতির পর গোল শোধ দিতে মরিয়া হয়ে খেলে ব্লুজরা। তৈরি করে বেশ কিছু সুযোগও। কিন্তু কোনোটিই তারা কাজে লাগাতে পারেনি। উল্টো ৬৭ মিনিটে আরও একটি গোল হজম করে বসে তারা। এ সময় রদ্রিগোর বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন জ্যাক হ্যারিসন। তাতে লিডস এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে লিডস আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। আর ৪ পয়েন্ট নিয়ে চেলসি আছে ১২তম অবস্থানে।


বিডি প্রসতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর