২৬ আগস্ট, ২০২২ ০৪:১২

অ্যান্ডারসনের অন্যরকম সেঞ্চুরি

অনলাইন ডেস্ক

অ্যান্ডারসনের অন্যরকম সেঞ্চুরি

জেমস অ্যান্ডারসন

ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন অন্যরকম এক সেঞ্চুরি করেছেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে খেলতে নেমে ঘরের মাঠে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার সেঞ্চুরি করেছেন তিনি

৪০ বছর বয়সী অ্যান্ডারসনের এই রেকর্ড টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম এবং একমাত্র। পেসারদের জন্য তো বটেই, যেকোনো ক্রিকেটারের জন্যই এমন রেকর্ড ছোয়া দারুণ এক ব্যাপার।

অবশ্য টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি আরও আগেই নিজের করে নিয়েছিলেন অ্যান্ডারসন। এবার নিজেকে আরও একবার ছাড়িয়ে গেলেন এই অভিজ্ঞ পেসার।

ঘরের মাঠে সর্বোচ্চ টেস্ট খেলার বিচারে দ্বিতীয় স্থানে আছেন শচীন টেন্ডুলকার। তিনি ভারতের হয়ে দেশের মাটিতে খেলেছেন ৯৪ টেস্ট। এই তালিকায় এর পরে আছেন যথাক্রমে রিকি পন্টিং, স্টুয়ার্ড ব্রড ও অ্যালিস্টার কুক।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর