২৬ আগস্ট, ২০২২ ০৯:২৪

আবারও বায়ার্নের সামনে বার্সা

অনলাইন ডেস্ক

আবারও বায়ার্নের সামনে বার্সা

তুরস্কের ইস্তানবুলে হয়ে গেল ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। একই গ্রুপে পড়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ইন্টার মিলান। 

গেল মৌসুমেও এই বায়ার্ন মিউনিখের গ্রুপেই পড়েছিল বার্সা। তাদের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ইউরোপসেরার মঞ্চ থেকে, গন্তব্য হয়েছিল ইউরোপা লিগ। এর এক মৌসুম আগে তো কুখ্যাত সেই ৮-২ ব্যবধানে হারের শিকারই হতে হয়েছিল তাদের! সেই বায়ার্ন মিউনিখকে এবারও নিজেদের গ্রুপে পেয়েছে বার্সা।

বৃহস্পতিবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র। সেখানেই নির্ধারিত হয় আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে কোন দল কার মুখোমুখি হবে। 

দুই মৌসুম আগে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে মুখোমুখি হয়েছিল বায়ার্নের। সেবার ৮-২ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। সেই বার্সা গেল মৌসুমে গ্রুপ পর্বেই পেয়েছিল বায়ার্নকে। দুই ম্যাচেই হারের ফলে নেমে যেতে হয়েছিল ইউরোপা লিগে। সেই বায়ার্নকে এবারও পেয়েছে বার্সা।

এখানেই শেষ নয়, এক মৌসুম আগে সিরি’আ জেতা ইন্টার মিলানও আছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের গ্রুপে। চতুর্থ দল হিসেবে এই ‘সি’ গ্রুপে আছে ভিক্তোরিয়া প্লজেন। তবে তাতে গ্রুপের লড়াইগুলোর তীব্রতা কমবে না একটু। ফলে এই গ্রুপকে চ্যাম্পিয়ন্স লিগের ‘মৃতুকূপ’ বললেও কম বলা হবে না।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর