শিরোনাম
১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:২৬

মুস্তাফিজকে অটো চয়েজ ভাবার সময় শেষ: সুজন

অনলাইন ডেস্ক

মুস্তাফিজকে অটো চয়েজ ভাবার সময় শেষ: সুজন

মুস্তাফিজুর রহমান (বামে) ও খালেদ মাহমুদ সুজন (ডানে)

বাংলাদেশ জাতীয় দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, মুস্তাফিজকে অটো চয়েজ ভাবার সময় শেষ হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুবাইয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

মুস্তাফিজ কি এখনও দেশসেরা পেসার? তাকে যে অটো চয়েজ ধরা হয়, সেই প্রথা কি ভাঙার সময় এসেছে? এমন প্রশ্নের প্রশংসা করে সুজনের মন্তব্য ‘হয়তোবা।’

টিম ডিরেক্টর বলেন, ‘আমরাও এটা নিয়ে একটু উদ্বিগ্ন। আমরাও যে জানি না তা না। প্রশ্নটা একদম নতুন না আমাদের কাছে। আমরা যে এটা নিয়ে ভাবছি না তা না।’

তবে সুজন এখনো আস্থা হারাননি মুস্তাফিজের উপর, ‘তবে আমি বিশ্বাস করি, সে এখনও সেরাদের একজন। ওর যে বৈচিত্র আছে বোলিংয়ে, সেটা হয়তো আমাদের অনেক পেসারের নেই। হয়তো ওই বৈচিত্র কাজে লাগছে না বা ও বাস্তবায়ন করতে পারছে না। কিছু একটা হচ্ছে।’

খরুচে বোলিং নিয়ে সুজন বলেন, ‘এটা খুব উদ্বেগজনক যে, গত ১৫-১৬ ম‍্যাচে মুস্তাফিজ সেভাবে উইকেট পাচ্ছে না, ইকোনমি রেটও ভালো না। তবে অটো চয়েজ বলে কিছু নেই। তারপরও এই ফরম‍্যাটে আমরা সব সময় ওকে এগিয়ে রাখি, ওর অভিজ্ঞতা, আইপিএলে খেলে, সব কিছূ মিলিয়ে এই সংস্করণে আমাদের ফাস্ট বোলারদের মধ‍্যে সবচেয়ে বেশি ম‍্যাচ খেলেছে মুস্তাফিজই। ওই হিসেবে মুস্তাফিজকে এগিয়ে রাখা হয়।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর