৫ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২১

মুশফিকের অবসর ইস্যুতে যা বললেন সতীর্থরা

অনলাইন ডেস্ক

মুশফিকের অবসর ইস্যুতে যা বললেন সতীর্থরা

মুশফিকুর রহিম (ফাইল ছবি)

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পদার্পণ করেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার গতকাল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছেন। তার অবসরের ঘোষণায় মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালরা নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে সাধুবাদ জানিয়েছেন। পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনাও জানিয়েছেন।

শফিকের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে আসার ছবি পোস্ট করে মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ফেসবুক পেজে পোস্ট করেন- ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। কিন্তু তোমার টি-২০ অর্জন ও ক্যারিয়ারের জন্য সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-২০ খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজে নীতি যে কোনো ফরম্যাটে সবসময় অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।’

তামিম লিখেছেন- ‘অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-২০ ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, ফ্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-২০তে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার...’

উল্লেখ্য, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পদার্পণ করেন মুশফিক। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম ক্যারিয়ারের ইতি টানার আগে ১৬ বছরে ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি, রান করেছেন ১,৫০০। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারসেরা ৩৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক!

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর