১২ সেপ্টেম্বর, ২০২২ ২০:৪৯

বুলবুলকে এক হাত নিলেন ক্ষুব্ধ সুজন!

অনলাইন ডেস্ক

বুলবুলকে এক হাত নিলেন ক্ষুব্ধ সুজন!

এশিয়া কাপের সময়টাতেই সংযুক্ত আরব আমিরাতে বসে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আরেক সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। সতীর্থর সেই ইটের জবাব এবার পাটকেলেই দিলেন সুজন।  

সোমবার জাতীয় দলের ক্যাম্প শুরুর দিনে সুজন বলেন, ‘আমার যোগ্যতা... আমি বিসিবিতে আছি, আমি তো নির্বাচিত পরিচালক। ওখান থেকে আমাদের টিম ডিরেক্টর করা হয়েছে। বোর্ডের প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছেন, উনি কেন আমাকে দায়িত্ব দিয়েছেন বলতে পারব না। এটা তো আমি চেয়ে নিইনি। আমি তো বাচ্চা না। আমি তো কাঁদবো না যে এটা লাগবে।’

সুজন আরও বলেন, ‘আমার যোগ্যতা... আমি বিসিবিতে আছি, আমি তো নির্বাচিত পরিচালক। ওখান থেকে আমাদের টিম ডিরেক্টর করা হয়েছে। বোর্ডের প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছেন, উনি কেন আমাকে দায়িত্ব দিয়েছেন বলতে পারব না। এটা তো আমি চেয়ে নিইনি। আমি তো বাচ্চা না। আমি তো কাঁদবো না যে এটা লাগবে।’


বুলবুলের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সুজন। তিনি বলেন, ‘ওনার কী যোগ্যতা আছে আমার ব্যাপারে কথা বলার? সেটাই আমি জানি না আসলে। উনার যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে। খেলা ছাড়ার পর থেকে আমি ক্রিকেটের সঙ্গেই আছি। ন্যূনতম একটা বেতনে সাড়ে ৪ বছর বিসিবিতে কাজ করেছি।'

এর আগে সাক্ষাৎকারে বুলবুলও সুজনকে ধুয়ে দিয়ে বলেছিলেন, বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজন ব্যর্থ। পারফরম্যান্স খারাপ হলে ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করানো হলে সুজনকে কেন নয়! 

বুলবুলের আরও একটা অভিযোগ খণ্ডন করেছেন সুজন, ‘আপনাদের মাধ্যমে সব সময় শুনি, উনি (বুলবুল) বাংলাদেশে কাজ করতে চান। আমার তো এগুলো সম্পর্কে অনেক অভিজ্ঞ। আমি নিজেই  উনাকে অফার দিয়েছি বাংলাদেশে কাজ করতে। উনি কোনোদিনই আমাকে জানাননি যে কাজ করতে চান। উনি প্রতিবারই এ রকম হাইপ তোলেন।’

যোগ্যতার প্রশ্নে বুলবুলকে সুজন বলেন, ‘উনি কোন আন্তর্জাতিক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন? উনি আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে একবারই কাজ করেছেন, যেবার আবাহনীতে কাজ করেছেন। এ ছাড়া উনি চীন, ব্যাংকক, ফিলিপাইন... ওখানে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ ছেলে-মেয়েদের সঙ্গে কাজ করেছেন। ওখানে আন্তর্জাতিক ক্রিকেট কোথায় পেলেন। সুতরাং ওনার যোগ্যতাটা কোথায়? আমি অনেক আন্তর্জাতিক ম্যাচ করেছি। বাংলাদেশের হেড কোচও ছিলাম।’


বিডি প্রতিদিন/নাজমুল

সর্বশেষ খবর