শিরোনাম
১৩ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৮

বাদ পড়ার আগেই কোহলিকে অবসর নেওয়ার পরামর্শ আফ্রিদির

অনলাইন ডেস্ক

বাদ পড়ার আগেই কোহলিকে অবসর নেওয়ার পরামর্শ আফ্রিদির

প্রায় তিন বছর ‘স্বাভাবিক’ ছন্দে না থাকা বিরাট কোহলি সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দারুণ ছন্দে ছিলেন। জোড়া হাফসেঞ্চুরির সাথে ২০০ স্ট্রাইকরেটে ১২২ রানে একটা দুর্দান্ত দাপুটে ইনিংস খেলেছেন।

এমন ছন্দ নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন কোহলি। তবুও শঙ্কা কাটেনি, এখনও কোহলিকে নিয়ে সন্তুষ্ট নয় অনেকে। ভালো করার অনেকের মুখ সাময়িকভাবে থামলেও খারাপ করলে আবার খড়গ নামতে দেরি হবে না।

তাই এবার কোহলিকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ খান আফ্রিদি। একটি টিভি অনুষ্ঠানে আফ্রিদি বলেছেন, ‘ক্যারিয়ারের শুরুতে খ্যাতি পাওয়ার আগে বিরাটকে (কোহলি) অনেক লড়াই করতে হয়েছিল। সে একজন চ্যাম্পিয়ন। তবে আমি বিশ্বাস করি, সবার ক্যারিয়ারেই এমন একটা সময় আসে, যখন অবসরের পথে এগিয়ে যেতে হয়। তখন লক্ষ্য হওয়া উচিত, যেন মাথা উঁচু করে যেন বিদায় নেওয়া যায়।’

আফ্রিদি আরও বলেন, ‘এমন পর্যায়ে যাওয়া উচিত হবে না, যখন আপনি দল থেকে বাদ পড়ে যাবেন। বরং চূড়ায় থেকেই বিদায় নেওয়া উচিত। যদিও এমনটা খুব কদাচিৎ হয়। খুব কম খেলোয়াড়, বিশেষ করে এশিয়ানদের খুব কম জনই এই সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারেন। তবে আমার মনে হয়, কোহলি যখন অবসর নেবে, ভালোভাবেই নেবে। ব্যক্তিত্ব বজায় রেখেই সে বিদায় নেবে, যেভাবে সে ক্যারিয়ার শুরু করেছিল, ঠিক সেভাবেই।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর