২০ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৫৬

প্রসঙ্গ স্ট্রাইকরেট, লোকের কথায় কান দেন না বাবর

অনলাইন ডেস্ক

প্রসঙ্গ স্ট্রাইকরেট, লোকের কথায় কান দেন না বাবর

বাবর আজম।-ফাইল ছবি

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে একেবারেই ভালো ফর্মে ছিলেন না বাবর আজম। সেই ফর্মহীনতা নিয়েই ইংলিশদের বিপক্ষে মঙ্গলবার রাতে মাঠে নামছেন পাকিস্তান দলের অধিনায়ক। 

বাবরের রান তোলার গতি বা স্ট্রাইকরেট নিয়ে হাসি তামাশা চলছে নানা মাধ্যমে। সাবেক ক্রিকেটাররাও বাবরকে নিয়ে হাসি তামাশা করছে। তবে বাবর আজমের ফোকাস চলতি সিরিজে, কারণ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ফর্মে ফিরতে চান বাবর।

তাই তিনি সাফ জানিয়ে দিলেন, ‘সাবেক ক্রিকেটাররা তাদের মতামত দিতেই পারেন, তবে অনেকেই ব্যক্তিগত আক্রমণ করছেন, এটা হতাশাজনক। আমরা যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছি, সাবেক ক্রিকটাররা এ সময়টা পার করে এসেছেন। তারা জানেন আমাদের কত দায়িত্ব, কতটা চাপের মধ্যে আমরা আছি। ব্যক্তিগতভাবে এসব সমালোচনা আমি গায়ে মাখি না।’

ফর্ম ফিরে পেতে মরিয়া বাবর বলেন, ‘এ সিরিজ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সিরিজেই ফর্মে ফিরতে চাই। খারাপ সময় থেকে বের হয়ে আসতে খুব কঠিন করে ভাবতে চাই না, সবকিছু সহজ করেই দেখতে চাই। নিজের ওপর বিশ্বাস রাখাটাই জরুরি। আমি জানি, আগে ভালো করেছি, ভবিষ্যতেও ভালো করব। মানুষ সব সময়ই কথা বলবে, এমনকি ভালো খেললেও। তাদের কথা কানে না নেওয়াই ভালো।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর