২৪ সেপ্টেম্বর, ২০২২ ১৩:০২

সবাই থাকলেন ফেদেরার চললেন একা, যাওয়ার সময় যা বললেন

অনলাইন ডেস্ক

সবাই থাকলেন ফেদেরার চললেন একা, যাওয়ার সময় যা বললেন

গ্রেটদের চেয়েও যে তিনি আরও গ্রেট, গ্র্যান্ড স্ল্যামের হিসেব কষে তা বোঝা যাবে না। পদক তো সবসময় জীবনের গল্প বলে না। পরিসংখ্যানের বিচারে তো সব রায় দিতে পারে না মহাকাল।

রজার ফেদেরারও তেমনই, টেনিস কোর্ট আর জীবনের নানা উত্থান-পতনে তিনি হয়ে উঠেছেন টেনিসের মহাতারকা। নিজেকেই নিজে ছাড়িয়ে গেছেন বহুবার। তবুও নক্ষত্রদেরও তো মরে যেতে হয়, কবি জীবনানন্দের বলে দেওয়া সেই সত্য মেনেই আপন কক্ষপথ ছাড়লেন রজার ফেদেরার। যাওয়ার সময় বলে গেলেন তার মনের কোণে লুকিয়ে থাকা কথা।

ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে মাইক্রোফোন হাতে নিয়ে লম্বা দীর্ঘশ্বাস, তারপর ফেদেরার বললেন, ‘কোনোমতে কেটে গেল, তাই না? আমি খুশি। তোমাদের যেমন বলছিলাম। আমার কোনো দুঃখ নেই।’

কোনো দুঃখ নেই সেই কথার মাঝেই তো জীবনের সব দুঃখরা ভর করে। সেই দুঃখ চেপেই তিনি বললেন, ‘আরো একবার জুতোর ফিতেটা বাঁধলাম। যাই করলাম, শেষবারের মতো করলাম। সমর্থক, বন্ধু, পরিবার, সতীর্থদের পাশে পেয়ে দারুণ লাগছে। খুব ভালো একটা ম্যাচ হলো। আমি খুশি।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর