১০ নভেম্বর, ২০২২ ১৩:৩০

ক্যামেরুনের অষ্টম বিশ্বকাপ: চমক ক্রিস্টিয়ান বাসোগোগ

অনলাইন ডেস্ক

ক্যামেরুনের অষ্টম বিশ্বকাপ: চমক ক্রিস্টিয়ান বাসোগোগ

অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে আফ্রিকান দেশ ক্যামেরুন। তাদের সেরা সাফল্য ১৯৯০ সালের কোয়ার্টার ফাইনাল। ২০১৮ সালের বিশ্বকাপের টিকিট পায়নি ক্যামেরুন। এবার বেশ কঠিন গ্রুপে পড়েছে তারা। ‘জি’ গ্রুপে ব্রাজিল, সার্বিয়া ও সুইজারল্যান্ডকে টপকাতে হবে নকআউটে উঠতে হলে। আগামী ২৪ নভেম্বর তাদের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে।

ক্যামেরুন কোচ রিগোবার্ট সং ২৬ জনের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছেন। ইন্টার মিলান গোলকিপার আন্দ্রে ওনানাকে এবার এক নম্বর জার্সি দিতে যাচ্ছেন সং। বায়ার্ন মিউনিখের জার্সিতে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ১০ গোল করা এরিক ম্যাক্সিম চোপু-মোতিং নেতৃত্ব দেবেন আক্রমণভাগের।

তবে দলে চমক ক্রিস্টিয়ান বাসোগোগ। ২০১৭ সালের নেশনস কাপের আবিষ্কার চীনা সুপার লিগে সাংহাই সিনহুয়ার জার্সিতে নজর কেড়েছেন। ক্যামেরুনকে পঞ্চম ট্রফি এনে দেওয়ার ওই আসরে সেরা খেলোয়াড় হন এই ফরোয়ার্ড। আট বছরের মধ্যে প্রথম বিশ্বকাপে ক্যামেরুন তাকে বাইরে রাখেনি।


ক্যামেরুনের বিশ্বকাপ স্কোয়াড


গোলকিপার: ডেভিস এপাসি, সিমোন এনগাপান্ডোয়েবু, আন্দ্রে ওনানা।

ডিফেন্ডার: জ্যা চার্লস ক্যাস্তেলেত্তো, এনজো এবাসে, কলিন ফাই, অলিভিয়ের এমবাইজো, নিকোলাস এনকোলো, তোলো নোহো, ক্রিস্টোফার উহ।

মিডফিল্ডার: মার্টিন হোংলা, পিয়েরে কুন্দে, অলিভিয়ের এনচাম, গায়েল ওন্দোয়া, স্যামুয়েল উম গোয়েট, আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আনগুইসা।

ফরোয়ার্ড: ভিনসেন্ত আবুবাকার, ক্রিস্টিয়ান বাসোগোগ, এরিক ম্যাক্সিম চোপু-মোতিং, সোইবো মারো, ব্রায়ান এমবেমো, নিকোলাস মোউমি এনগামালেউ, জেরোমে এনগোম, জর্জেস-কেভিন এনকোদো, জ্যা-পিয়েরে এনসামে, কার্ল তোকো একামবি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর