১৫ নভেম্বর, ২০২২ ১১:২৩

৫৫ বছর বয়সেও গোলের পর গোল করে চলেছেন ‘কিং কাজু’

অনলাইন ডেস্ক

৫৫ বছর বয়সেও গোলের পর গোল করে চলেছেন ‘কিং কাজু’

জাপানের ফুটবল সুপারস্টার কাজু মিউরা। পেশাদার ফুটবলে যার ডাক নাম ‘কিং কাজু’। বয়স তার ৫৫, তবুও তিনি ধুন্ধুমার খেলে চলেছেন। এখনো আলো ছড়াচ্ছেন জাপানের ঘরোয়া লিগে।

এই স্টাইকারের প্রথম জীবন কেটেছে ব্রাজিলের সাওপাওলো ও সান্তোসে। এরপর তিনি জাপানে ফিরে আসেন এবং বয়সকে পরিণত করেছেন কেবল সংখ্যায়। 

চলতি মৌসুমে ১৭ ম্যাচ খেলে ২ গোল করেছে কাজু। পেশাদার ফুটবলে এটা তার ৩৬তম বছর। ক্লাবের হয়ে তিনি এখন পর্যন্ত প্রায় ৭০০ ম্যাচ খেলে ফেলেছেন।

জাপানের জাতীয় দলের হয়েও দ্বিতীয় সর্বোচ্চ গোল কাজু মিউরার। তিনি জাতীয় দলের হয়ে করেছেন ৪২ গোল।

১৫ বছর বয়সেই জাপান ছেড়ে মিউরা পাড়ি দিয়েছিলেন ব্রাজিলে। আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচে ৬ গোল করারও অনন্য কীর্তিও আছে তার।

১৯৯৭ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাকাওকে ১০-০ গোলে হারিয়েছিল জাপান। টোকিওতে সে ম্যাচে মিউরা একাই করেছিলেন ৬ গোল।

মিউরার গোলের খিদে পুড়িয়েছে বাংলাদেশকেও। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের বিপক্ষে তার গোল ৬টি। এর মধ্যে এক ম্যাচেই আছে ৪ গোল। ১৯৯৩ সালে টোকিওতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জাপানের বিপক্ষে বাংলাদেশের ৮ গোল হজমের দুঃস্বপ্নের মধ্যে মিউরার পা থেকে এসেছিল ৪ গোল। 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর