১৮ নভেম্বর, ২০২২ ২০:৫৩

ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’ খ্যাত সেই বল বিক্রি হলো ২০ লাখ পাউন্ডে

অনলাইন ডেস্ক

ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’ খ্যাত সেই বল বিক্রি হলো ২০ লাখ পাউন্ডে

ম্যারাডোনা হেড করতে ওঠার সময় বল তার হাতে লেগে গোলে ঢোকে

দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’-খ্যাত সেই বল ইংল্যান্ডে নিলামে ২০ লক্ষ পাউন্ডে বিক্রি হয়েছে। ‘অ্যাজটেকা’ নামে ওই বলটি ইংল্যান্ডের সাথে ওই ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকা তিউনিশিয়ার রেফারি আলী বিন নাসেরের কাছে ছিল। এই রেফারিই বলটি নিলাম করার সিদ্ধান্ত নেন। তবে নিলামে কে বলটি কিনেছেন, তার নাম জানানো হয়নি।

১৯৮৬ সালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেই ম্যাচে পুরো ৯০ মিনিট একটি বলেই খেলা হয়। এর অনেক পরে এক ম্যাচে একাধিক বল ব্যবহারের অনুমতি দেয় ফিফা। সেসময় ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে প্রবল ঝামেলা চলছিল। কিন্তু ফুটবল মাঠে ম্যারাডোনার শিল্পের কাছে পেরে ওঠেনি ইংল্যান্ড।

প্রথম গোল দিতে যেয়ে ম্যারাডোনা হেড করতে ওঠার সময় বল তার হাতে লেগে গোলে ঢোকে। কিন্তু ইংরেজ ফুটবলাররা অভিযোগ জানালেও রেফারি সে বিষয়ে কর্ণপাত করেননি। পরে ম্যারাডোনা স্বীকার করেন যে, বল তার হাতে লেগেছিল। ঠিক তার পরেই ম্যারাডোনা দ্বিতীয় গোল করেন যেটিকে শতাব্দীর সেরা গোল বলা হয়। ইংল্যান্ডের ছয় জন ডিফেন্ডারকে কাটানোর পর গোলকিপার পিটার শিল্টনকে হতবাক করে গোলটি করেন তিনি।

দীর্ঘ দিন রোগে ভোগার পর ২০২০ সালের নভেম্বর মৃত্যুবরণ করেন বিশ্বখ্যাত এই ফুটবলার। সূত্র: ডয়চে ভেলে

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর