২৪ ডিসেম্বর, ২০২২ ০৮:২৬

২৫০ রানের লিড পেলে জয় সম্ভব: তাইজুল

অনলাইন ডেস্ক

২৫০ রানের লিড পেলে জয় সম্ভব: তাইজুল

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে ২২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। তবে বোলারদের নৈপুণ্যে ম্যাচে ফিরেছে টাইগাররা। ভারতকে ৩১৪ রানে থামিয়েছেন তাইজুল, তাসকিনরা। দুজন ৪টি করে উইকেট নিয়ে লিড নাগালের বাইরে যেতে দেননি।  

৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে কোনও উইকেট না হারিয়ে ৭ রান তুলেছেন শান্ত ও জাকির। ৮০ রানে পিছিয়ে থাকলেও বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলেই বিশ্বাস তাইজুল ইসলামের। ব্যাটসম্যানরা তৃতীয় দিন ভালো করলে, ২৫০ রানের লিড পেলে জয়ের সম্ভাবনাও থাকবে বলে বিশ্বাস তার।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেছেন, ‘আমরা খুব যে খারাপ জায়গায় আছি তা না। বাংলাদেশ যদি ২৫০ রানের লিড নিতে পারে, এটা আমি খারাপ বলব না। অবশ্যই ভালো বলব। কারণ ২৫০ রানের লিড নিতে গেলে আমাদের কাল (শনিবার) সারাদিন খেলতে হবে। চতুর্থ ও পঞ্চম দিন উইকেট কেমন হবে, এটা আসলে দেখার বিষয়। আমার কাছে মনে হয় এটা (২৫০ রানের লিড) খারাপ হবে না।’ 

তাইজুল আত্মবিশ্বাসের সুরে বলেছেন, ‘আমরা সব সময় জয়ের আশা দেখি। ভারতকে হারাতে পারলে তো অবশ্যই ভালো লাগবে, শুধু আমার না, আপনাদেরও। আমরা চেষ্টা করবো। আমরা জেতার জন্যই খেলব।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর