৬ জানুয়ারি, ২০২৩ ০৮:৩৬

মানসিকভাবে প্রস্তুত মাশরাফি

অনলাইন ডেস্ক

মানসিকভাবে প্রস্তুত মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা

আজ মাঠে গড়াচ্ছে বিপিএলের নবম আসর। ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে। প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ২টা ৩০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ শুরু ৭টা ১৫ মিনিটে।

এবারের আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচের আগের দিন মিরপুর শেরে-ই বাংলার একাডেমি মাঠে অনুশীলন করেন সিলেটের অধিনায়ক মাশরাফি।

অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তারকা এই ক্রিকেটার। যদিও অনেক দিন ধরে খেলার বাইরে রয়েছেন মাশরাফি। সে কারণে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, বোলিং করতে কতটা তৈরি বোলার মাশরাফি?

এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, এটা কঠিন প্রশ্ন...ম্যাচও খেলিনি। ম্যাচ থেকেই রেডি হতে হবে। মানসিকভাবে ঠিক আছি। কিন্তু এমন তো না যে আপনি মানসিকভাবে ঠিক থাকলে আপনার স্কিল ঠিক থাকবে। দেখা যাক আল্লাহ ভরসা।

বিপিএল ইতিহাসে কয়েকবার অংশগ্রহণ করলেও দল হিসেবে তেমন অর্জন নেই সিলেটের। এদিকে বিপিএল ইতিহাসে মাশরাফি একাই জিতেছেন চারটি শিরোপা। সাংবাদিকদের প্রশ্ন ছিল, সেক্ষেত্রে এবার কেমন করবে সিলেট, কী মনে হচ্ছে এবার। 

মাশরাফি বলেন, এটা তো বলা কঠিন। তবে ওয়েল অরগানাইজ দল মনে হচ্ছে। আপনি দেখেন যারা কোচিং স্টাফ আছে, খেলোয়াড়রা আছে, সবার ভেতরে কম্বিনেশনটাও ভালো। আসলে দিন শেষে মাঠে তো ভালো খেলতে হবে। আশা করছি এ বছর একটা ভালো কিছু করতে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর