৭ জানুয়ারি, ২০২৩ ১৩:১৭

গিনি বিসাউয়ে পেলের নামে স্টেডিয়াম

অনলাইন ডেস্ক

গিনি বিসাউয়ে পেলের নামে স্টেডিয়াম

এবার আফ্রিকার দেশ গিনি বিসাউয়ের একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের নামে। 

গিনি বিসাউ সরকার দেশটির বাফাটা শহরের একটি স্টেডিয়ামের নাম বদলে রেখেছে ‘কিং পেলে’ স্টেডিয়াম।

এর আগে আফ্রিকার আরেক দেশ কেপ ভার্দে তাদের জাতীয় স্টেডিয়ামের নাম পেলের নামে করার সিদ্ধান্ত নিয়েছিল।

গিনি বিসাউয়ের সর্বোচ্চ ফুটবল লিগে খেলা স্পোর্টিং ক্লাব ডি বাফাটার ঘর হিসেবে পরিচিত নতুন এই কিং পেলে স্টেডিয়াম। এর আগে স্টেডিয়ামটির নাম ছিল দ্য এস্তাদিও ডা রোচা।

পেলের শেষকৃত্যানুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সংগঠনটির সদস্যদেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানে সাড়া দিয়েই পেলের নামে স্টেডিয়ামের নামকরণ করা শুরু হয়েছে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর