শিরোনাম
১২ জানুয়ারি, ২০২৩ ১২:২৫

সুপারকাপ জিততে মরিয়া বার্সা

অনলাইন ডেস্ক

সুপারকাপ জিততে মরিয়া বার্সা

স্প্যানিশ সুপার কাপের চার দলের নতুন ফরম্যাটে গতকাল রাতে ভ্যালেন্সিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ। এবার পরীক্ষা বার্সেলোনার সামনে। ফাইনালের লড়াইয়ে নাম লেখাতে হলে রিয়াল বেটিসকে হারাতে হবে ১৩ বারের চ্যাম্পিয়নদের। 

বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বেটিসের মুখোমুখি হবে বার্সা। সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

লা লিগায় এখন বেশ ভালো অবস্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে ১ নম্বরে জাভি হার্নান্দেজের দল। এবার সুপারকাপেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় দলটি। 

নতুন ফরম্যাটের সুপারকাপে ট্রফি ঘরে তুলতে আশাবাদী কাতালানরা, জানালেন দলটির ডিফেন্ডার সার্জিও রবার্তো। এখানে শিরোপা জয় বাকি মৌসুমের পথচলায় বাড়তি অনুপ্রেরণা জোগাবে বলেও মনে করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, এবার যদি আমরা এটা (স্প্যানিশ সুপার কাপ) জিততে পারি তাহলে গুরুত্বপূর্ণ শিরোপা হবে। বাকি মৌসুমে এটি দলকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে। যেহেতু এই ফরম্যাটে আমরা জিততে পারিনি। তাই এটি জিততে উন্মুখ আমরা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর