১৪ জানুয়ারি, ২০২৩ ১০:০৪

কবে মাঠে ফিরবেন পান্ত?

অনলাইন ডেস্ক

কবে মাঠে ফিরবেন পান্ত?

অস্ত্রোপচারের পর এখন মাঝেমধ্যে নিজের পায়ে দাঁড়াতে পারছেন ঋষভ পান্ত। কিন্তু কবে পুরোপুরি সুস্থ হবেন তিনি সেটা নিশ্চিত করে বলতে পারছেন না কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের ডাক্তাররা।

গত ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার জন্য টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপারের ডান পায়ের লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি বড় চোট ছিল তার গোড়ালিতে।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, 'ঋষভ পান্তের অস্ত্রোপচারের পর দ্রুত উন্নতি করলেও পুরো ফিট হতে অনেক সময় লাগবে। কারণ প্রথমে ওয়াকারের সাহায্যে হাঁটতে হবে তাকে। এরপর তাকে কোনও অবলম্বন ছাড়া হাঁটতে হবে। সেই পর্ব শেষ হওয়ার পর চলবে পুরো ফিট হওয়ার জন্য রিহ্যাব। তাই পান্ত কবে থেকে স্বাভাবিক হাঁটা-চলা করতে পারবেন, সেটা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।' 

পান্ত এখন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের ক্রীড়া বিজ্ঞান এবং সুস্থতা বিভাগের প্রধান বৈভব দাগার চিকিৎসাধীন। তিনি বলেছেন, 'এসিএল ক্ষতিগ্রস্ত হলে সাধারণভাবে ছয় থেকে নয় মাস লাগে সুস্থ হতে। তারপর আমরা পরিস্থিতি বিবেচনা করে মাঠে ফেরার অনুমতি দিয়ে থাকি। এমসিএল ক্ষতিগ্রস্ত হলে সুস্থ হতে তিন থেকে চার মাস লাগে। অনেকটাই নির্ভর করে অস্ত্রোপচার কেমন হয়েছে, এর উপর।' 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর