১৯ জানুয়ারি, ২০২৩ ০৯:০৭

ধোনিকে ছাড়িয়ে গেলেন রোহিত

অনলাইন ডেস্ক

ধোনিকে ছাড়িয়ে গেলেন রোহিত

নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম ওয়ানডেতে নিজের রানের স্কোর বড় করতে পারলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। গতকাল ভালো শুরু করেও ৩৪ রান করেই সাজঘরে ফেরেন ‘হিটম্যান’। বড় রান না এলেও রেকর্ড বুকে ঠিকই নাম তুলেছেন রোহিত। ভারতের মাটিতে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন তাঁরই দখলে।

ভারতের মাটিতে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটা এতোদিন ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। ঘরের মাঠে ১২৩টি ছক্কা হাঁকিয়েছিলেন মাহি। নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে রোহিতের ঝুলিতেও ১২৩টি ছক্কা। গতকাল ৩৪ রানের ইনিংস খেলার পথে ২টি ছক্কা মেরে রোহিত ছাড়িয়ে যান ধোনিকে।

হেনরি শিপলের একটি ডেলিভারি এক্সট্রা কাভারের ওপর দিয়ে গ্যালারিতে ফেলে দিয়ে নতুন কীর্তি গড়েন রোহিত। ওয়ানডে ফরম্যাটে ভারতের মাটিতে রোহিতের ছক্কার সংখ্যা এখন ১২৫টি। ৭১টি ছক্কা মেরে এই তালিকায় তিনে যুবরাজ সিং।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর