১৯ জানুয়ারি, ২০২৩ ১৬:৫৩

হাথুুরুসিংহেকে নিয়ে যা বললেন সুজন

অনলাইন ডেস্ক

হাথুুরুসিংহেকে নিয়ে যা বললেন সুজন

আবারও বাংলাদেশ দলের কোচ হয়ে আসছেন শ্রীলঙ্কার হাথুুরুসিংহে। তা এখন অনেকটা নিশ্চিতই বলা যায়। এবার হাথুরুসিংহের ফেরা নিয়ে কথা বলেছেন, বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

যদিও হাথুরুর আসা নিশ্চিত করেননি সুজন। তবুও তিনি বলেছেন ‘হাথুরুর ব্যাপারটা আমি নিশ্চিত না। তবে সে এলে ভালো, সে এখানে কাজ করেছে, বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে তার অধীনে। আমার বিশ্বাস সে-ও এখন আরও পরিণত, আমাদের জন্য ভালো হবে। সে দ্বিতীয়বার এলে খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না। যেহেতু আমাদের উপমহাদেশের মানুষ, আমাদের সম্পর্কে ভালো জানে, বুঝে। ওর অভিজ্ঞতা এখন অনেক সত্যি বলতে গেলে।’

টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে নিয়েও কথা বলেছেন সুজন।

সুজনের ভাষায়, ‘বিসিবিতে আমরা চিন্তা করি বাংলাদেশ ক্রিকেটের জন্য কে ভালো হবে। সেটা যদি হাথুরু হয় বা শ্রীরাম হয়, বা যে কেউ হোক না কেন, বা দুজন হয় সেটাও ভালো, তিনজন হলেও ভালো। যেটা দেশের জন্য, দলের জন্য ভালো, সেটা চিন্তা করব। যে আসে সে যেন দেশকে সার্ভিস দিতে পারে। লম্বা সময় যেন কোচিং করাতে পারে, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর