৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৩৪

৫০০ টি-টোয়েন্টি খেলেই ফেললেন মালিক

অনলাইন ডেস্ক

৫০০ টি-টোয়েন্টি খেলেই ফেললেন মালিক

রংপুর রাইডার্সের হয়ে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ক্যারিয়ারের ৫০০তম টি-টোয়েন্টির মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। ২০০৫ সালের এপ্রিলে লাহোরে প্রথম টি-টোয়েন্টি খেলেন মালিক। আর মিরপুরে ছুঁয়েছেন ৫০০ টি-টোয়েন্টি ম্যাচের ঘর। 

টি-টোয়েন্টি সংস্করণে ৫০০ ম্যাচ খেলা তৃতীয় ক্রিকেটার ৪১ বছর বয়সী মালিক। এই ফরম্যাটে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার কাইরন পোলার্ড (৬১৪) ও ডোয়াইন ব্রাভো (৫৫৬)। 

৫০০তম ম্যাচের আগে টি-টোয়েন্টি ক্রিকেটে মালিকের রান সংখ্যা ১২ হাজার ২৮০। বিশ ওভারের ক্রিকেটে তার চেয়ে বেশি রান রয়েছে কেবল ক্রিস গেইলের, ১৪ হাজার ৫৬২। এই সংস্করণে ৭৫টি ফিফটি করলেও সেঞ্চুরির দেখা পাননি মালিক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৪ ম্যাচ খেলেছেন শোয়েব। ব্যাট হাতে ২ হাজার ৪৩৫ রানের পাশাপাশি তার শিকার ২৮ উইকেট। জাতীয় দলের হয়ে তার চেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শুধু ভারতের রোহিত শর্মা, ১৪৮টি।  

 


বিডি প্রতিবেদন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর