৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:২৫

অজি শিবিরে অস্বস্তি; এবার হ্যাজেলউডকে নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক

অজি শিবিরে অস্বস্তি; এবার হ্যাজেলউডকে নিয়ে শঙ্কা

গত মাসে সিডনি টেস্টে বোলিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান জশ হ্যাজেলউড। এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তাতে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টে এই পেসারকে না পাওয়ার শঙ্কা অস্ট্রেলিয়ার ক্যাম্পে।

অস্ট্রেলিয়ার প্রাক-সিরিজ ক্যাম্পে সীমিত কাজ করেছেন হ্যাজেলউড। ট্রেনিংয়ে সতীর্থদের সহায়তা করেছেন কেবল। মঙ্গলবার নাগপুরে সম্ভবত বল করবেন। কিন্তু প্রথম টেস্টে যে খেলা হবে না, তা একপ্রকার নিশ্চিত।

তার অনুপস্থিতিতে প্রথমবার দেশের বাইরে টেস্ট খেলার সুযোগ পাাচ্ছেন স্কট বোল্যান্ড। প্রথম ও দ্বিতীয় টেস্টের মধ্যে খুব বেশি ফাঁক না থাকায় দিল্লিতেও হ্যাজেলউডকে নিয়ে শঙ্কা। এরই মধ্যে সিরিজের প্রথমভাগে মিচেল স্টার্ককে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

রবিবার বেঙ্গালুরুতে কেএসসিএ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার শেষ সেশনের আগে হ্যাজেলউড বলেন, ‘প্রথম টেস্ট নিয়ে নিশ্চিত নই। এখনো হাতে কয়েকদিন আছে কিন্তু বড্ড তাড়াতাড়ি হয়ে যায়। দ্বিতীয় টেস্টও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। পরের সপ্তাহেই খেলা। আশা করি মঙ্গলবার সবকিছু ভালোভাবে হবে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর