৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:০৩

হাথুরুর সহকারী কে?

অনলাইন ডেস্ক

হাথুরুর সহকারী কে?

চন্ডিকা হাথুরুসিংহে (ফাইল ছবি)

আবারও বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে ঢাকায় আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। এর আগেও প্রায় সাড়ে তিন বছর জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। হাথুরুর ফেরার ঘোষণার দিনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ইংল্যান্ড সিরিজের আগে টাইগারদের সহকারী কোচও পেয়ে যাবে তারা। গুঞ্জন ছিল হাথুরুসিংহের সহকারী হিসেবে দেশি কোচদের কথা ভাবছে বিসিবি।

তবে হাথুরুর সহকারী দেশি কোচ হওয়ার সেই গুঞ্জন এবার উড়িয়ে দিলেন পাপন। বোর্ড সভাপতি নিশ্চিত করলেন দেশি নয়, বরং সহকারী কোচ হিসেবে বিদেশি কাউকে খুঁজছেন তারা। মিরপুর শেরে-ই বাংলার মাঠে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নিজেই।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আসলে আমরা এখন পর্যন্ত যেটা করেছি, সেটা হচ্ছে আমরা আপাতত খুঁজছি একজন বিদেশি কোচ সহকারী হিসেবে বা ওই ধরনের কিছু একটা। এটার পেছনে কারণ হচ্ছে যেটা আপনাদের আগে অনেকবার বলেছি যে, যে পরিমাণ খেলা একজনের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আরেকজন যদি থাকে, তাহলে হবে কী, যে হেড কোচ তার সঙ্গে আরেকজন থাকলে চিন্তা-ভাবনা, পরিকল্পনা, এসব কিছুতে একটা মিল থাকবে।’

পাপন যোগ করেন, ‘আমরা চাই না একেকজন...। কারণ কন্টিনিউয়াস খেলা, এমন না যে মাঝখানে বিরতি আছে, ওদের আবার আরেকভাবে তৈরি করা হবে। এজন্য একটা সমন্বয় রাখার জন্য আমরা এটা চিন্তা করেছি, একটা বিদেশি কোচ খুঁজছি। এটা নিয়েই আমরা কথা বলছি। আশা করছি সিরিজের আগেই একটা সিদ্ধান্তে আসতে পারব।’

হাথুরুসিংহের সহকারী হিসেবে শ্রীধরন শ্রীরামের নামও রয়েছে নিশ্চিত করে পাপন বলেন, ‘শ্রীধরন শ্রীরাম আমাদের তালিকায় আছে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর