১০ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২৬

জাদেজার আঙুলে মলম লাগানো নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক

জাদেজার আঙুলে মলম লাগানো নিয়ে বিতর্ক

চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে রবিন্দ্র জাদেজাকে। মিস করেছেন একের পর এক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তবে চোট সারিয়ে ফিরেই তুলে নিলেন পাঁচ উইকেট। আর এতেই প্রথম ইনিংসে ১৭৭ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। 

তবে অ্যালান বোর্ডার-সুনীল গাভাস্কার ট্রফির প্রথম দিনে অন্য কারণে আলোচনায় ছিলেন জাদেজা। এবার তাকে নিয়ে তৈরি হলো বিতর্কও।  
বল করার আগে আঙুলে মলম লাগিয়েছিলেন জাদেজা। আর বিতর্ক মূলত তাতেই। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম মলম লাগানোর ছবি পোস্ট করে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে।   

তারা লিখেছে- অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচের এই ছবি অনেক প্রশ্ন তুলে দিয়েছে। এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

কিন্তু কী লাগাচ্ছিলেন জাদেজা? ভারতীয় বোর্ডের দিক থেকে সংবাদ সংস্থা পিটিআইকে জানানো হয়েছে যে, আঙুলে ব্যথা রয়েছে জাদেজার। সে কারণে ব্যথা কমানোর মলম লাগাচ্ছিলেন তিনি। 

বলে থুতু লাগানো বন্ধ করে দিয়েছে আইসিসি। বল পালিশ করতে এখন ঘাম ব্যবহার করেন ক্রিকেটাররা। ভারতীয় দল অন্য কিছু ব্যবহার করছে কি না তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার সমর্থকরা। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর