১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:০২

মলম লাগিয়ে জরিমানা গুনলেন জাদেজা

অনলাইন ডেস্ক

মলম লাগিয়ে জরিমানা গুনলেন জাদেজা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চলার সময় মাঠের মধ্যেই আঙুলে মলম লাগাতে দেখা যায় ভারতীঢ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। সেই জন্য ভারতীয় এই অলরাউন্ডারকে শাস্তির মুখোমুখী করেছে আইসিসি। 

জাদেজার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ডিমেরিট পয়েন্টও যোগ হয়ে তার নামের পাশে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে বল করার সময় মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজকে দেখা যায় জাদেজাকে মলমের মতো কিছু দিতে। সেই নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রশ্ন ওঠে। বল বিকৃত করা হচ্ছে কি না সে প্রশ্নও তোলা হয়।

টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে একাই শেষ ধসিয়ে দেন জাদেজা। ৫ উইকেট নেন তিনি। চোট সারিয়ে পাঁচ মাস পর মাঠে নেমেছেন জাদেজা। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। 

আইসিসি জানিয়েছে, আম্পায়ারের কাছ থেকে অনুমতি না নিয়েই খেলার মধ্যে মলম লাগানোর জন্যই শাস্তি দেওয়া হয়েছে জাজেদাকে।

জাদেজার বিরুদ্ধে বল বিকৃত করার কোনও অভিযোগ করেনি আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে, মাঠের আম্পায়ারকে জিজ্ঞেস করে তবেই আঙুলে মলম লাগানো উচিত ছিল জাদেজার। সেটা না করার জন্যই শাস্তি দেওয়া হলে ভারতীয় অলরাউন্ডারকে। জাদেজা এই শাস্তি মেনে নিয়েছেন। সেই কারণে এই ঘটনার আর কোনও তদন্ত হবে না। ম্যাচ রেফারি মেনে নিয়েছেন যে ব্যথা কমানোর জন্যই মলম লাগিয়েছিলেন জাদেজা। এর ফলে বল বিকৃত হয়নি।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর