১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে শঙ্কা

ফাইল ছবি

আগামী মে মাসে আয়ারল্যান্ড সফর করার কথা রয়েছে বাংলাদেশ দলের। ওই সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। তবে ওয়ানডে সিরিজ নিশ্চিত হলেও টি-টোয়েন্টি নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

তবে এই সিরিজের ভেন্যু বদলে যাচ্ছে। ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে। মূলত ভেন্যু সংকটের কারণেই টি-টোয়েন্টি সিরিজটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

শনিবার গণমাধ্যমে জালাল ইউনুস বলেন, টি-টোয়েন্টি এখনও চূড়ান্ত নয়। এটা এখনও কনফার্ম করেনি তারা, হবে কি হবে না। নাও হতে পারে। এরকমও হতে পারে টি-টোয়েন্টির সূচিটা তারা পরে দিতে চাচ্ছে।

তিনি আরও বলেন, এটা তো ওদের হোম সিরিজ, সুতরাং ওরাই ঠিক করে ভেন্যু কোথায় হবে। এটা সিদ্ধান্ত ওদের। ওয়ানডে তিনটা ইংল্যান্ডে হবে। যেটা আয়ারল্যান্ডে হওয়ার কথা ছিল তিনটা ওয়ানডে সেটা ইংল্যান্ডে হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর