১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০৩:৩৬

ইউনাইটেডের নতুন মালিক কে হবেন, কাতারি শেখ নাকি ব্রিটিশ ধনকুবের?

অনলাইন ডেস্ক

ইউনাইটেডের নতুন মালিক কে হবেন, কাতারি শেখ নাকি ব্রিটিশ ধনকুবের?

ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‌্যাটক্লিফ কিছুদিন আগে ইউনাইটেডকে কিনে নেওয়ার  প্রস্তাব দেন। সেই প্রস্তাব ছাপিয়ে গেছেন কাতারি শেখ জসিম বিন হামাদ আল থানি।

এখন আবার দৃশ্যপটে হাজির হয়েছেন র‌্যাটক্লিফ। ইউনাইটেডের অধিকাংশ শেয়ার কিনে নিতে রাজি তার কোম্পানি আইএনইওএস। কোম্পানিটি ইতিমধ্যে বেশ কয়েকটি দলের মালিক। যার মধ্যে আছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল নিস, ফর্মুলা ওয়ান দল মার্সিডিজের শেয়ারের মালিকও তারা। 

 র‌্যাটক্লিফ নিজে ইউনাইটেডের বড় সমর্থক। এ কারণে ইউনাইটেড ভক্তরা তার হাতে দলের মালিকানা গেলে খুশিই হবেন। একটি বিবৃতিতে বলা হয়, ‘জিম র‌্যাটক্লিফ ম্যানচেস্টার ইউনাইটেডের শেয়ার কিনে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। আমরা ইউনাইটেডকে তার পূর্বের অবস্থায় নিয়ে যেতে চাই।’

এখন দেখার বিষয়, কাতারি শেখ আর ব্রিটিশ ধনকুবেরের এই লড়াইয়ে কে জেতেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর