শিরোনাম
২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২৩:২৮

২০২৪ পর্যন্ত খেলতে বদ্ধপরিকর ওয়ার্নার

অনলাইন ডেস্ক

২০২৪ পর্যন্ত খেলতে বদ্ধপরিকর ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার (ফাইল ছবি)

ভারতে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের প্রথম দুই ম্যাচের তিন ইনিংসে ডেভিড ওয়ার্নারের রান ১, ১০ ও ১৫। দিল্লিতে কনকাশনের কারণে শেষ ইনিংস খেলেননি। সঙ্গে কনুইয়ের ইনজুরিতে শেষ দুই টেস্ট না খেলেই দেশে ফিরতে হয়েছে এই অজি তারকাকে। অনেকের চোখে তার টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে গেলেও অস্ট্রেলিয়ান ওপেনার ২০২৪ সাল পর্যন্ত খেলতে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার দেশে ফিরেছেন ওয়ার্নার। সিডনি বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সামনে পড়লেন তিনি। দৃঢ়কণ্ঠে ঘোষণা দিলেন আরো ১২ মাস খেলে যাবেন নিজের সেরাটা দিয়ে। ওয়ার্নার বলেন, ‘আমি সবসময় বলেছি আমি ২০২৪ সাল পর্যন্ত খেলবো। যদি নির্বাচকরা মনে করে আমার জায়গায় (টেস্টে) আমি যোগ্য নই, তাহলে তাই হবে। আমি তখন সাদা বলের ক্রিকেটে চেষ্টা করবো।’

ফর্মে ভাটা পড়লেও ৩৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান এই বছরের অ্যাশেজ খেলতে আশাবাদী, ‘আমার হাতে পরের ১২ মাস আছে, দলের জন্য সামনে অনেক ক্রিকেট আছে। যদি আমি রান করতে থাকি এবং দলের জন্য সেরাটা দেই তাহলে আমি আমার জায়গা পাবো। এটা হবে দলের জন্য দারুণ।’

সমালোচকদের উদ্দেশ্যে ওয়ার্নার বলেন, ‘এটা খুব সহজ (সমালোচকদের জন্য) যখন আপনি ৩৬ থেকে ৩৭ এ যাচ্ছেন। সাবেক খেলোয়াড়দের বেলায় আমি এসব আগেও দেখেছি। আমি যদি অন্য খেলোয়াড়দের ওপর থেকে চাপ সরিয়ে দিতে পারি এবং বাকি দলকে নিয়ে কেউ দুশ্চিন্তা না করে, সেটা আমি খুশিমনে করবো।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর