২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:০৯

সৌরভ বললেন, বিশ্বকাপে সেমিতে যেতে পারে টাইগাররা

অনলাইন ডেস্ক

সৌরভ বললেন, বিশ্বকাপে সেমিতে যেতে পারে টাইগাররা

ওয়ানডে বিশ্বকাপ চলতি বছরের শেষ দিকে। সে উপলক্ষে নতুন করে প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতেই বেশি শক্তিশালী বাংলাদেশ। তেমন দাবিই বরাবর করে আসছে বিসিবি ও সংশ্লিষ্ট কর্তারা। তাই সেই ফরম্যাটের বিশ্বকাপ নিয়েই বাংলাদেশের প্রত্যাশা বেশি।

আশার নৌকার পালটাই যেন দোলালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ভারতের এই সাবেক অধিনায়ক বললেন ‘আমি অনেক প্রত্যাশা করি। কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত প্রত্যাশা করি। একটু যদি সৌভাগ্যের পরশ থাকে আর ফর্ম থাকে। তোমাদের বিশেষজ্ঞ স্পিনার ও পেসাররা যদি ফর্মে থাকে তাহলে কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে।’

একটি ব্যাংকের প্রচারণামূলক কাজেই গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসেছেন সৌরভ। আজ শুক্রবার বিসিবির এক পরিচালকের বাসায় সংবাদকর্মীদের সাথে কথা বলেছেন তিনি। সৌরভ জানিয়েছেন, তিনি নিয়মিত বাংলাদেশের ক্রিকেটের খবর রাখেন এবং খেলাও দেখেন। আর তার বাংলাদেশের ক্রিকেটের উন্নতি দেখে ভালোও লাগে।

সৌরভ আরও বলেছেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। আগেও একবার ভারত এসেছিল ৬-৭ বছর আগে, সেখানেও (বাংলাদেশ) ওয়ানডে সিরিজ জিতেছে। ইংল্যান্ড এসেছে, পাপন ভাই বলেছিল আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন। ঠিকমতো খেললে ইংল্যান্ডকে হারিয়ে দেবেন।’ 

পরের বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ।

ক্রিকেটারদের প্রতিভার প্রশংসা করে সৌরভ বলেছেন, ‘কালকেই বলেছিলাম ১৭ কোটি মানুষ, সেখান থেকে এত প্রতিভা বের হয়, যা ক্রিকেটে দেখার মতো। বোলিং-ব্যাটিংয়ে সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত (নাজমুল হোসেন) ভালো খেলছে।’

মোস্তাফিজকে নিয়ে সৌরভ বলেছেন ‘মোস্তাফিজুর আমাদের। আগে তো সাকিব বহুবার খেলেছে কেকেআরে (কলকাতা নাইট রাইডার্স)। সাকিব আইপিএল উইনিং টিমে ছিল। মোস্তাফিজুরও মনে হয় উইনিং টিমে থেকেছে, সানরাইজার্সের হয়ে। সেটাই বলি, তোমাদের এখানে এত প্রতিভা, তারা যখন অন্য দেশে যায়, অন্য দলে খেলে, সেখানেও পারফরম্যান্স করে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর