২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৫৩

কোন পরিকল্পনায় আগাচ্ছেন হাথুরুসিংহে?

অনলাইন ডেস্ক

কোন পরিকল্পনায় আগাচ্ছেন হাথুরুসিংহে?

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো বেশ ডুবিয়েছেন। এবার শ্রীলঙ্কার কোচ হাথুরুসিংহের হাত ধরেই ক্রিকেটের সব ফরম্যাটে বাংলাদেশ ভাসতে চায়। হাথরুসিংহেও এসেই শুরু করে দিয়েছেন তোড়জোর। চলছে নানা রকম কলাকৌশল আর বৈঠক।

এবার শুক্রবার অনুশীল শেষে বাংলার ক্রিকেটের ছয় গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে বিশেষ বৈঠক করলেন হাথুরু। এই বৈঠকে ছিলেন ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল, উইকেট কিপার ব্যাটার লিটন দাস, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ব্যাটার নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

মিনিট দশেক এই ক্রিকেটারদের সাথে হাথুরুসিংহে কথা বলেছেন। এসময় দলের বাকি সদস্যরা ছিলেন ড্রেসিংরুমে। কোচিং স্টাফের অন্য কেউও এই বৈঠকে উঁকিও মারেননি।

সকাল ১১টায় শুরু হওয়া অনুশীল হাথুরু শেষ করেছেন রাত আটটায়। লম্বা সেশনের পরই ক্রিকেটারদের সাথে আলাদা করে বসেছেন হাথুরু।

জানা গেছে জাতীয় দলে একতাবদ্ধতা, একাগ্রতা ও ড্রেসিংরুমের পরিবেশ কীভাবে আরও স্বাস্থ্যকর করা যায়, এসব নিয়েই কাজ করছে এই শ্রীলঙ্কান কোচ।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর