২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৩৯

যেকারণে অনলাইনে টিকেট বিক্রি করতে পারছে না বিসিবি

অনলাইন ডেস্ক

যেকারণে অনলাইনে টিকেট বিক্রি করতে পারছে না বিসিবি

ফাইল ছবি

কোনো টুর্নামেন্ট এলেই টিকেট নিয়ে শোরগোল শুরু হয়। টিকেট কেনাবেচার অনিয়মের খবরও আসে হরহামেশাই। কেউ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকেট পান না, কেউ আবার বেশ কয়েকটি টিকেট পেয়ে যান অনায়াসে। সেগুলো আবার কালোবাজারে বিক্রিও হয়।

যদিও সেই ঝামেলা কমাতে কয়েকবার অনলাইনে টিকেট বিক্রির আশ্বাসও দিয়েছিল বিসিবি। তবে সে আশ্বাস এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি।

ইংল্যান্ড সিরিজ সামনে রেখে এবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানালেন ‘কিছু কারণে’ তারা অনলাইনে টিকেট বিক্রি করতে পারছেন না।

তিনি অনলাইনে টিকেট বিক্রি সম্পর্কে বলেছেন, ‘অবশ্যই সম্ভব হবে, যদি আমরা করতে পারি এবং আমাদের সেই পরিকল্পনা রয়েছে। কিছু কারণে আমরা এবারও করতে পারিনি।’ 

কারণ সম্পর্কে বিসিবি কর্মকর্তার ভাষ্য, ‘সুনির্দিষ্ট কোনো কারণ নেই। প্রযুক্তি ব্যবহার করে যদি এটা করা যায়… খুব একটা জটিল প্রক্রিয়া নয়। কিছু স্পন্সরের বিষয় থাকে, কিছু বাণিজ্যিক ব্যাপার থাকে। এই বিষয়গুলো আমরা চূড়ান্ত করতে পারিনি।’ ‘হয়তো আমরা নিজেরা সরাসরি করে ফেলতে পারতাম। তবে একটা প্ল্যাটফর্ম, এরপর অন্যান্য যে বিষয়গুলো থাকে, এগুলো করে আমরা করে ফেলতে পারব।’ 

নিজের দায়ও স্বীকার করেছেন নিজাম। তিনি বলেছেন, ‘অবশ্যই প্রধান নির্বাহী হিসেবে দায় তো আমাকেই নিতে হবে। এর কোনো বিকল্প নেই। এখন আমরা পেশাদার সিস্টেমের মধ্যে চলে এসেছি বললেও হবে না, ঢুকে গিয়েছি… আপনারা দেখেছেন, আমাদের যারা ভলান্টারি সার্ভিস দেয়, তাদের ভূমিকা খুব সীমিত হয়ে গিয়েছে। আমাদের যে বিসিবির পেশাদার ম্যানেজমেন্ট টিম আছে, এই টিমই পুরো ইভেন্ট পরিচালনা করছে। সেক্ষেত্রে দায়িত্বটি আমাদের কাঁধেই আসে এবং প্রধান নির্বাহী হিসেবে আমাকেই বলতে হবে।’ 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর