১০ মার্চ, ২০২৩ ১৮:২৪

মেয়েদের গলফে প্রথম দিনে শীর্ষে বাংলাদেশ

ছেলেদের এককে দিনের সেরা গলফার কোরিয়ার গুন্ডো পার্ক

ক্রীড়া প্রতিবেদক

মেয়েদের গলফে প্রথম দিনে শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ ‘এ’ দলের নাসিমা আক্তার ও সোনিয়া আক্তার ১৬৫ (২১ ওভার পার) শট খেলে শীর্ষে রয়েছেন

‘ওরিয়ন ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’ এ মেয়েদের দলগত ইভেন্টের আজ শুক্রবার (মেয়েদের প্রথম রাউন্ড) স্বাগতিক বাংলাদেশ শীর্ষে।

বাংলাদেশ ‘এ’ দলের নাসিমা আক্তার ও সোনিয়া আক্তার ১৬৫ (২১ ওভার পার) শট খেলে শীর্ষে রয়েছেন। যৌথভাবে শীর্ষে রয়েছে পাকিস্তানও।

পাকিস্তানের দুই গলফার আবিহা হামিন সৈয়দ ও সানিয়া ওসামা ১৬৫ (২১ আন্ডার পার) শট খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছে নেপাল।

ছেলেদের এককে আজ শুক্রবার তৃতীয় দিনে দুর্দান্ত দাপট দেখিয়েছেন দক্ষিণ কোরিয়ার গলফার গুন্ডো পার্ক। তিনি তৃতীয় রাউন্ডে ৬৯ (৩ আন্ডার পার) শট খেলেছেন। দিনের সেরা গলফার তিনি। ৭০ (২ আন্ডার পার) শট খেলেছেন অস্ট্রেলিয়ার আরব ডি শাহ। তৃতীয় দিনের সেরা গলফার গুন্ডো পার্ক সব মিলে ২২৩ (৭ ওভার পার) শট খেলে লিডারবোর্ডের সপ্তম স্থানে রয়েছেন।
তবে তিন রাউন্ড মিলে এখনো শীর্ষে নেপালের সুবাস তামাং। সব মিলে  ২১১ (৫ আন্ডার পার) শট খেলেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার আরব ডি শাহ। ২১৪ (২ আন্ডার পার) শট খেলেছেন তিনি। তৃতীয় স্থানে বাংলাদেশের আবু বকর সিদ্দিক, ২১৬ (লেবেল পার) শট খেলেছেন তিনি।

মেয়েদের এককে যৌথভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সোনিয়া আক্তার ও পাকিস্তানের সানিয়া ওসামা। উভয়েই ৭৯ (৭ ওভার পার) শট খেলেছেন। ৮৩ (১১ ওভার পার) শট খেলে তৃতীয় স্থানে রয়েছেন নেপালের মেয়ে সুশমা সিজেল। 

দিনের সেরা গলফার দক্ষিণ কোরিয়ার গুন্ডো পার্ক বলেন, ‘আমি এবারই প্রথম বাংলাদেশে এসেছি। এখানকার কোর্সের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছে। প্রথম দুই দিন ভালো করতে পারিনি। তবে আজ অনেক ভালো করেছি। আমি খুবই খুশি। আশা করছি শেষ দিনে ভালো কিছু করবো। ভালো করার ব্যাপারে আমি আত্মবিশ্বাস।’ 

‘বাংলাদেশের সব কিছুই সুন্দর। এখান খাবার আমার বেশি ভালো লেগেছে। আমি চেষ্টা করবো শিরোপা জেতার। যদিও নাও পারি, সামনে আমি আবার আসতে চাই এদেশে। বাংলাদেশকে আমার খুবই ভালো লেগেছে।’

দিনের দ্বিতীয় সেরা অস্ট্রেলিয়ার গলফার আরব ডি শাহ বলেন, ‘আজকে আমার ভালো হয়েছে। তবে শেষ রাউন্ডে আরও ভালো করতে হবে। আরও ভালো খেলার অভিজ্ঞতা আমার আছে।’

বাংলাদেশের নারী গলফার সোনিয়া আক্তার বলেন, ‘আমি আমার সেরাটা দিতে পারিনি। তারপরও দলগত এবং এককে যৌথভাবে শীর্ষে আছি। আশা করছি শেষ রাউন্ডে ভালো কিছু করবো। শিরোপা জয়ের ব্যাপারে আমি আশাবাদি।’
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর