১ এপ্রিল, ২০২৩ ০৮:৩৫

আগ্রাসী মনোভাব চালিয়ে যেতে চান সাকিব

অনলাইন ডেস্ক

আগ্রাসী মনোভাব চালিয়ে যেতে চান সাকিব

টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ ছিল রেকর্ডময়। দলগত ও ব্যক্তিগত রেকর্ডে ছিল উজ্জ্বল। সহজেই দুই ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে নিয়েছিল সাকিব আল হাসানের বাংলাদেশ। সাদা চোখে গতকালের ম্যাচ ছিল আনুষ্ঠানিকতার। তবে পরিসংখ্যানের হিসাবে ম্যাচটির গুরুত্ব ছিল অন্যরকম। টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ দেওয়া ও প্রথমবারের মতো টানা ষষ্ঠ জয়ের হাতছানির রেকর্ডের জন্য ম্যাচটির আবেদন ছিল বহুমাত্রিক। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডকে হোয়াইওয়াশের হাতছানি- এমন একটি রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়ানো ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামে সাকিব বাহিনী।

তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শান্তনার জয় পেয়েছে আয়ারল্যান্ড। শুক্রবার শুরু থেকেই দাপট দেখাতে থাকে সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে এদিন ৭ উইকেটের জয় নিয়ে সাদা বলের সিরিজ শেষ করেছে আইরিশরা।

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক জানিয়েছেন আগ্রাসী মনোভাব পরিবর্তন করতে চান না। সাকিব বলছিলেন, 'আমি মনে করি, আমরা ভালো ব্যাট করিনি। আমরা উইকেট হারিয়েছি নিয়মিত। তবে আমরা যেভাবে ক্রিকেট খেলতে চাই, সেখানে এরকমটা হতে পারে। যদি আমরা একই (আগ্রাসী) অ্যাপ্রোচ চালিয়ে যেতে চাই, কোনো কোনো দিন এটা কাজে না-ও লাগতে পারে। আজ তেমনই একটা দিন।'

সাকিব এপ্রোচ পরিবর্তন করতে চান না দাবি করে বলেন, 'না, আমাদের অ্যাপ্রোচ আমি পরিবর্তন করতে চাই না। যদি আমরা একটি ভালো দল হতে চাই, আমাদের এভাবেই খেলা উচিত। আর একদম এটাই আমরা করতে চাই। কিছু ম্যাচে এটা সুফল দেবে, কিছু ম্যাচে আমরা ব্যর্থ হবো। কিন্তু এভাবেই খেলতে হবে।'

আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিয়ে সাকিব বলছিলেন, 'সত্যি বলতে, ইংল্যান্ডের বিপক্ষে (টি-টোয়েন্টি) সিরিজ থেকে শুরু করে আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। একই কায়দায়, একই মনোভাব ও একই তাড়না নিয়ে আমরা (আয়ারল্যান্ডের বিপক্ষে) মাঠে নেমেছি। দুটি খুব ভালো ম্যাচ খেলেছি। আজ আমাদের দিন ছিল না। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতেই হয় তাদের খেলার ধরনের কারণে। তারা আমাদেরকে চাপে ফেলছে। আজ তাদের দিন ছিল।'


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর