৫ এপ্রিল, ২০২৩ ১৪:০১

মিলনের মেইডেন ফাইফারে নিউজিল্যান্ডের দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক

মিলনের মেইডেন ফাইফারে নিউজিল্যান্ডের দুর্দান্ত জয়

শ্রীলঙ্কার বিপক্ষে ডুনেডিনে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের দারুণ জয় পেয়েছে নিউজিল্যান্ড। বল হাতে অ্যাডাম মিলনে ক্যারিয়ারের প্রথম ফাইফার নিয়েছেন। এরপর ব্যাট হাতে টিম সেইফার্ট তুলেছেন ঝড়। তাতে সিরিজে ফিরেছে ১-১ সমতা।

ইনজুরির কারণে ২০২২ সালের নভেম্বরের পর আর খেলতে পারেননি মিলনে। ইনজুরি থেকে ফিরে আগুন ঝরালেন এই পেসার। তার বোলিং তোপে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা সুবিধা করতে পারলেন না। ১৯ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় তারা।

ব্যাট হাতে লঙ্কানদের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেন। তার মধ্যে ধনঞ্জয়া ডি সিলভা ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন। কুশাল পেরেরা ২ চার ও ১ ছক্কায় করেন ৩৫ রান। চারিথ আসালঙ্কা ২ ছক্কায় করেন ২৪ রান। ১০ রান করেন কুশাল মেন্ডিস।

মিলনে ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ৫ উইকেট। যা আন্তর্জাতিক ক্যারিয়ারে তার প্রথম পাঁচ উইকেট। এছাড়া বেন লিস্টার ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন।

১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে চাদ বোয়েস ও সেইফার্ট ৪০ রান তোলেন। অবশ্য এই রানে ফেরেন বোয়েস। ১৫ বলে ৭ চারে ৩১ রান করে যান তিনি।

সেখান থেকে ১০৬ রানের জুটি গড়ে ১৪.৪ ওভারে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সেইফার্ট ও টম লাথাম। সেইফার্ট ৪৩ বলে ৩ চার ৬ ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন। আর লাথাম ৩০ বলে ১ চারে অপরাজিত থাকেন ২০ রানে।

ক্যারিয়ারের প্রথম ফাইফার নিয়ে ম্যাচসেরা হন মিলনে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর