৯ এপ্রিল, ২০২৩ ০০:৫৬

কেন শাস্তি পেলেন মিরাজ?

অনলাইন ডেস্ক

কেন শাস্তি পেলেন মিরাজ?

আন্তর্জাতিক ক্রিকেটের পর প্রিমিয়ার লিগ খেলছেন মেহেদী হাসান মিরাজ। আর সেখানেই নাকি মেজাজ হারিয়েছেন এই ক্রিকেটার।

আজ শনিবার বিকেএসপিতে সেকারণেই শাস্তি পেয়েছেন মিরাজ। আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করেছেন। লেভেল-১ পর্যায়ের এই অপরাধের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে।

প্রিমিয়ার লিগে মিরাজ খেলছেন মোহামেডানে। আজকের খেলা ছিল সিটি ক্লাবের বিপক্ষে। সিটি ক্লাবের আসিফ হাসানের করা ১৪তম ওভারের শেষ বলটি মিরাজের প্যাডে লাগতেই সিটি ক্লাব ফিল্ডারদের এলবিডব্লুর জোরালো আবেদন। আম্পায়ারও সাড়া দেন। তাতে সন্তুষ্ট হতে পারেননি মিরাজ। সেই অসন্তোষ ছড়িয়েছে ড্রেসিংরুমে।

ডাগআউটে ফিরে আউটের ভিডিও দেখেন মিরাজ। দেখে তার মনে হয়েছে ওটা আউট হতেই পারে না। বিকেএসিপর খোলা মাঠে চতুর্থ আম্পায়ার অমিত মজুমদার কাছেই ছিলেন। তাকে ডেকে সেই ভিডিও দেখান মিরাজ। জানতে চান, এটা কিভাবে আউট হয়!

কিন্তু ম্যাচ কর্মকর্তাদের মনে হয়েছে, ওটা আউট তো বটেই, মিরাজের এমন আচরণও অনভিপ্রেত, যা মোটেও খেলোয়াড়সুলভ নয়। তাঁর এই আচরণকে লেভেল–১ পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য করে এ ধরণের অপরাধের সর্বোচ্চ শাস্তিই দেওয়া হয়েছে মিরাজকে। খেলা শেষে ম্যাচ রেফারি রেফারি আখতার আহমেদ ১০ হাজার টাকা জরিমানা করেন তাকে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর