১৪ এপ্রিল, ২০২৩ ১৯:৫৬

বাফুফের সাধারণ সম্পাদককে দুই বছর নিষিদ্ধ করলো ফিফা

অনলাইন ডেস্ক

বাফুফের সাধারণ সম্পাদককে দুই বছর নিষিদ্ধ করলো ফিফা

আবু নাঈম সোহাগ

কাগজপত্র জালিয়াতির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। 

পরবর্তী দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে।

আজ শুক্রবার নিজেদের অয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। 

ফিফা জানিয়েছে, ফিফার থেকে বাফুফের জন্য ফান্ড পাওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জাল বা বানোয়াট নথি ব্যবহার করেছেন বলে ফিফার স্বাধীন বিচারিক কমিটি রায় দিয়েছে। 

ফিফা তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে যত্নসহকারে তদন্ত করে নথি জালের প্রমাণ পেয়েছে এবং শুনানিতে ফিফার বিচারিক কমিটি সাজা নিশ্চিত করার বিষয়ে সন্তোষজনক উত্তর পেয়েছে।

তার বিরুদ্ধে ফিফার আচরণবিধির ১৩ ধারা (সাধারণ কর্তব্য), ১৫ ধারা (আনুগত্য) ও ২৪ ধারা (জালিয়াতি) ভঙ্গের প্রমাণ মিলেছে। ফিফার পক্ষ থেকে তাদের সিদ্ধান্ত আবু নাঈন সোহাগকে জানিয়ে দেওয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর