২৩ মে, ২০২৩ ০৯:৩৬

১০ পয়েন্ট খোয়াল জুভেন্টাস

অনলাইন ডেস্ক

১০ পয়েন্ট খোয়াল জুভেন্টাস

ইতালিয়ান লিগ সিরি-আ’য় ১০ পয়েন্ট কাটা হয়েছে জুভেন্টাসের। এক লাফে পয়েন্ট টেবিলের দুই থেকে ৭ নম্বরে নেমে গেছে জায়ান্ট ক্লাবটি। হুট করে এত অবনমন বা হলোই কি করে! মূলত দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করার দায়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) তাদের এই শাস্তি দিয়েছে। এতে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ নিয়ে শঙ্কায় পড়েছে তুরিনের ক্লাবটি।

গত জানুয়ারিতে ওই অপরাধে এফআইজিসি জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে এপ্রিলে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নতুন করে বিচারের আহ্বান জানায় দেশটির সর্বোচ্চ ক্রীড়া আদালত (স্পোর্টস গ্যারান্টি বোর্ড)। তার প্রেক্ষিতে এফআইজিসির আপিল বিভাগ সোমবার (২২ মে) নতুন রায় দিয়েছে। আগের সিদ্ধান্ত থেকে সরে এসে চলতি মৌসুমে ক্লাবটির ১০ পয়েন্ট কাটার সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জুভেন্টাস আশা করেছিল পুনর্বিবেচনাতে তাদের কোনো পয়েন্ট কাটা হবে না। কিন্তু সে আশা পূরণ হলো না। ৩৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে এসি মিলান। তাদের সঙ্গে ৫ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে সাতে জুভেন্টাস।

এর আগে অতীত ও বর্তমান মিলিয়ে জুভেন্টাসের ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এফআইজিসির আপিল আদালতকে স্পোর্টস গ্যারান্টি বোর্ড বলেছিলেন ক্লাবটির কয়েকজন কর্মকর্তার শাস্তি পুনর্বিবেচনা করতে। তবে নতুন রায়ে আপিল আদালত আগের শাস্তিই বহাল রেখেছেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর