শিরোনাম
৮ জুন, ২০২৩ ১২:১২

ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কারণ জানালেন মেসি

অনলাইন ডেস্ক

ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কারণ জানালেন মেসি

বেশ কয়েকদিন ধরেই জোর গুঞ্জন শোনা যাচ্ছিল বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। একইসঙ্গে আর্জেন্টাইন এই তারকাকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল সৌদি ক্লাব আল হিলাল ও আমেরিকান ক্লাব ইন্টার মায়ামি। সেখান থেকে এবার ডেভিড বেকহ্যামের ক্লাবকেই বেছে নিলেন মেসি। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই।

স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত ও মুন্দো দিপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি মিয়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনো চুক্তির সব কাজ সারতে পারিনি। এখনো কিছু বিষয় বাকি আছে। তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বার্সায় ফেরার সম্পর্কে মেসি বলেন, ‘এটা সত্যি যে, আমার কাছে ইউরোপের অন্য ক্লাব থেকেও প্রস্তাব আছে; কিন্তু আমি যে ইউরোপীয় দলটিতে যেতে চেয়েছিলাম, তা হলো এফসি বার্সেলোনা। আমি সত্যিই বার্সায় ফিরতে চেয়েছিলাম, আমার সে স্বপ্ন ছিল; কিন্তু দুই বছর আগে আমার বার্সা ছাড়ার সময় যে অভিজ্ঞতা হয়েছিলো, এরপর আমি আমার ভবিষ্যৎ অন্য কারো হাতে রেখে আবার একই পরিস্থিতিতে পড়তে চাইনি। আমি আমার এবং আমার পরিবারের কথা ভেবে নিজের সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম।’

মেসি আরও বলেন, ‘আমি শুনেছি যে, লা লিগা সবকিছু মেনে নিয়েছে এবং আমার ফিরে আসার জন্য সবকিছু ঠিকঠাক ছিল, তবুও আরও অনেক কিছু করতে হবে।

শুনেছিলাম আমাকে আনার জন্য বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে, আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি, কিংবা এসব কিছুর দায় নিতে চাইনি।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর