২৫ জুন, ২০২৩ ২১:৪১

৩৩ বছর পর যে রেকর্ড গড়লেন হাসারাঙ্গা

অনলাইন ডেস্ক

৩৩ বছর পর যে রেকর্ড গড়লেন হাসারাঙ্গা

তেত্রিশ বছর পর এক অনন্য রেকর্ড গড়লেন শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে হাসারাঙ্গা নিয়েছেন পাঁচ উইকেট। সেই সাথে টানা তিন ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার দারুণ কীর্তিও গড়েছেন তিনি। 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৪ রানে ৬ উইকেট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিলেন এই লঙ্কান স্পিনার। পরের ম্যাচে ওমানের বিপক্ষে নেন ১৩ রানে ৫ উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি একই কাজ করে ওয়াকার ইউনিসের টানা তিন ম্যাচে ৫ উইকেটের রেকর্ড স্পর্শ করলেন ২৫ বছর বয়সী লেগ স্পিনার।

ওয়ানডে সংস্করণে এমন অর্জন আছে শুধু দুজনেরই।

১৯৯০ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৫ উইকেট নেন ওয়াকার। প্রায় ৩৩ বছর পর পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলারের সঙ্গী হলেন হাসারাঙ্গা।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর