১০ জুলাই, ২০২৩ ০৬:৪৩

বার্সার ব্যালন ডি’অর জয়ী লুইস সুয়ারেজ আর নেই

অনলাইন ডেস্ক

 বার্সার ব্যালন ডি’অর জয়ী লুইস সুয়ারেজ আর নেই

লুইস সুয়ারেজ

ফুটবল বিশ্বে ‘দ্য আর্কিটেক্ট’ খ্যাত স্প্যানিশ কিংবদন্তি লুইস সুয়ারেজ আর নেই। ইতালির মিলান শহরে মৃত্যু হয়েছে এই ব্যালন ডি'অর জয়ী প্রথম স্প্যানিশ এই ফুটবলারের। তার বয়স হয়েছিল ৮৮ বছর।  

স্পেনের সর্বকালের সেরা ফুটলারের একজন লুইস ষাটের দশকে দেশের হয়ে দুটি বিশ্বকাপ খেলেছেন। এই অ্যাটাকিং মিডফিল্ডার ১৯৬৪ সালে স্পেনের হয়ে জিতেছেন ইউরোপিয়ান নেশনস কাপ (বর্তমানে ইউরো চ্যাম্পিয়নশিপ)।

১৯৬০ সালে ডি’অর জেতেন তিনি। বার্সেলোনার কোনো ফুটবলারের সেটিই ছিল প্রথম কোনো মর্যাদাপূর্ণ ট্রফি জয়।

ক্লাব ফুটবলে বার্সেলোনা, ইন্টার মিলান, সাম্পদোরিয়ার হয়ে খেলেছেন লুইস সুয়ারেজ। পরবর্তীকালে তিনি ইন্টার মিলানের হয়ে তিন দফা কোচের দায়িত্বে ছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯১ পর্যন্ত স্পেন জাতীয় দলেরও কোচ ছিলেন লুইস সুয়ারেজ। তার অধীনে ১৯৯০ ইতালি বিশ্বকাপে অংশ নেয় স্পেন।

বার্সেলোনার হয়ে সাত মৌসুম খেলে দুবার করে লা লিগা এবং কোপা দেল রে'র শিরোপা জেতেন এ ফুটবল কিংবদন্তি।

সুয়ারেজ ইতালির ফুটবল মাতান ১৯৬১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত। এ দীর্ঘ সময়ে তিনি ইন্টার মিলান ও সাম্পাদোরিয়ার জার্সিতে খেলেছেন। এসময়ে ইন্টারের জার্সিতে তিনবার ইতালিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দুবার ইউরোপিয়ান কাপের শিরোপা জেতেন। সাম্পাদোরিয়ায় তার খেলোয়াড়ি জীবনের ইতি ঘটে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর