১২ জুলাই, ২০২৩ ১৪:১০

মাশরাফিকে মেন্টর করার ব্যাপারে কী ভাবছে বিসিবি?

অনলাইন ডেস্ক

মাশরাফিকে মেন্টর করার ব্যাপারে কী ভাবছে বিসিবি?

মাশরাফি বিন মর্তুজা (ফাইল ছবি)

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজাকে জাতীয় দলের মেন্টর করার দাবি জানিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিমের এমন দাবিতে সায় দিয়ে মাশরাফিকে প্রস্তুত থাকার কথা বলেছেন। এই বিষয়ে এবার নিজেদের ভাবনা জানিয়েছে বিসিবি।

মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে শেষে গণমাধ্যমে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

বিশ্বকাপ দলে মেন্টর হিসেবে মাশরাফির থাকা প্রসঙ্গে জালাল বলেন, ‘এখন সিদ্ধান্ত তো বোর্ডের। মাশরাফি একজন সংসদ সদস্য। সাবেক অধিনায়ক। সে তো আসার কথা। আনুষ্ঠানিকভাবে আসুক আমাদের কাছে। সে ভালো অধিনায়ক, গুড লিডার। বোর্ডে আসলে আমরা আলাপ করব।’

তামিমের এমন চাওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে মাশরাফি বলেছিলেন, ‘দেখুন,  প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেন, তাহলে তো সেটা অবশ্যই মানতে হবে। কিছু করার নেই। তিনি আমাকে বলেছেন ভাবতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দল ঠিক আছে। এখানে বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। তারপরও সময় হলে দেখা যাবে।'

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর