১৫ জুলাই, ২০২৩ ০৮:৪৮

শ্বাসরুদ্ধকর জয়: শেষ মুহূর্তে শরিফুলকে কী বলেছিলেন হৃদয়?

অনলাইন ডেস্ক

শ্বাসরুদ্ধকর জয়: শেষ মুহূর্তে শরিফুলকে কী বলেছিলেন হৃদয়?

তাওহীদ হৃদয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে দাপট দেখালেও শেষে বোলিংয়ে আভিজাত্য ধরে রাখতে পারেনি বাংলাদেশের বোলিং আক্রমণ। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে আফগানিস্তান। বাংলাদেশ ১৫৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ ওভারে দুই উইকেটে জিতে যায়।

৫ বলে প্রয়োজন ছিল ২ রান। হাতে ৫ উইকেট। শেষ পর্যন্ত করিম জানাতের হ্যাটট্রিকে এবং লাল সবুজের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে সমীকরণ দাঁড়ায় ২ বলে ২ রান। তখন হাতে ২ উইকেট।

তাওহীদ হৃদয় তখন স্ট্রাইক প্রান্তে। জয়ের ভিত গড়ে দেওয়া হৃদয়ের ভাগ্যে বিধাতা হয়তো উইনিং শট লিখে রাখেননি। তাইতো শেষ ওভারজুড়ে ছিল হ্যাটট্রিক নাটকীয়তা। তখন ক্রিজে আসেন নতুন ব্যাটসম্যান শরিফুল ইসলাম। শেষে এসে শোকের শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত পয়েন্টে শরিফুলের কাটে দারুণ চারে আসে শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চকর জয়।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা হৃদয়ের কাছে প্রথম প্রশ্নই ছিল শরিফুলকে কি বলেছেন? তার উত্তর, ‘শরিফুলকে বলছিলাম বল যদি ব্যাটে না লাগে তুই দৌড় দিস। পরে লাস্ট বার বলেছি, ম্যাচটা তুই জেতাবি’-এভাবে বলেন হৃদয়।

হৃদয়ের অগাধ বিশ্বাস ছিল শরিফুলের উপর। দু'জনে ছিলেন যুববিশ্বকাপজয়ী দলের সদস্য। দীর্ঘ দিনের চেনা জানা ছিল। ‘শরিফুলের ওপর বিশ্বাস আমার ছিল আগে থেকেই, কারণ ওর সম্ভাবনা আমি জানি। আমরা একসঙ্গে অনূর্ধ্ব-১৯ দল থেকে খেলছি এবং সে বড় বড় ছয় মারতে পারে। শরিফুল আসা পর্যন্ত আমার তাই বিশ্বাস ছিল’-বলছিলেন হৃদয়।

২ ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেলো ১-০ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচ হবে একদিন বাদে ১৬ জুলাই, একই মাঠে। দলের জয়ে হৃদয় কৃতিত্ব দিচ্ছেন সবাইকে। তারুণ্যের আড়ালে তার কণ্ঠে পেশাদারিত্বের স্পষ্ট চাপ।

‘আমার মনে হয়, আজকের ম্যাচটিতে সবাই অবদান রেখেছি। শুধু আমি, শরিফুল, শামীম, আমরা নই। আমরা তিনজন একসঙ্গে বিশ্বকাপ (যুব) খেলেছি, এজন্যই নয়। শুরু থেকে যদি দেখেন, তাসকিন ভাই…প্রতিটি বোলার, সাকিব ভাই থেকে শুরু করে সবাই খুব ভালো শুরু এনে দিয়েছে। সবার অবদান ছিল। ফিল্ডিংয়ে হোক বা সব দিক থেকে অবদান রেখেছে।’

‘বিশেষভাবে যদি আমাদের কথা বলেন, আমরা সবসময় চেষ্টা করি দলে অবদান রাখতে এবং প্রতিটি খেলোয়াড় সেটিই কের। আমরা দেশের জন্য খেলছি। সবসময় এটাই মাথায় থাকে যে দেশের জন্য খেলব, দেশকে ভালো ফল এনে দেব’-আরও যোগ করেন হৃদয়। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর