১৩ আগস্ট, ২০২৩ ০৪:৪৬

রোনালদোর জোড়া গোলে প্রথম শিরোপা জিতল আল নাসর

অনলাইন ডেস্ক

রোনালদোর জোড়া গোলে প্রথম শিরোপা জিতল আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদো গত বছর ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান। সৌদিতে আল নাসরের জার্সিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতলেন পর্তুগিজ ফরোয়ার্ড। তার অসাধারণ নৈপুণ্যে ১০ জন নিয়েও ঘুরে দাঁড়িয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতল দলটি।

শনিবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর ফাইনালে স্বদেশি ক্লাব আল হিলালকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ইতিহাসে এটি তাদের প্রথম শিরোপা। এবারের আগে কখনো প্রতিযোগিতাটির ফাইনালেও উঠতে পারেনি প্রো লিগের ক্লাবটি।

ম্যাচ যখন ৭১ মিনিট তখন এক গোলে পিছিয়ে থাকা আল নাসর পরিণত হলো দশজনের দলে। এর তিন মিনিট পরই গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর ১, আল হিলাল ১। এরপর নব্বই মিনিটের খেলা সমতায় শেষের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। একজন কম নিয়ে খেলে ৯৮তম মিনিটে আবারও রোনালদোর গোল। আল নাসর ২, আল হিলাল ১। ঘটনার এখানেই শেষ নয়।

কিছুক্ষণ পর লাল কার্ড দেখেন আল নাসর কোচ, ছেড়ে যান ডাগআউট। ম্যাচের ১১৪তম মিনিটে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় রোনালদোকেই।

শনিবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে এভাবেই একের পর এক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে রোনালদোর আল নাসরকে।

আর এত সব বাধা–বিঘ্নতার পথ মাড়িয়েই শেষ পর্যন্ত আল হিলালকে ২–১ গোলে আল হিলালকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছে আল নাসর। কিংস কাপ নামে পরিচিত ৪২ বছরের পুরোনো এই টুর্নামেন্টে আল নাসরের এটি প্রথম শিরোপা।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর