শিরোনাম
১৩ আগস্ট, ২০২৩ ১২:১৯

কেইনের জায়গায় নতুন অধিনায়ক বেছে নিলো টটেনহ্যাম

অনলাইন ডেস্ক

কেইনের জায়গায় নতুন অধিনায়ক বেছে নিলো টটেনহ্যাম

সন হিউং-মিন

নতুন অধিনায়ক বেছে নিয়েছে টটেনহ্যাম হটস্পার। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির নেতৃত্ব দেওয়া হয়েছে ফরোয়ার্ড সন হিউং-মিনকে।

টটেনহ‍্যাম শনিবার (১২ আগস্ট) দক্ষিণ কোরিয়ার এই তারকাকে অধিনায়ক করার খবর জানিয়েছে। তার ডেপুটি হিসেবে থাকছেন মিডফিল্ডার জেমস ম্যাডিসন ও ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।

উগো লরিসের স্থলাভিষিক্ত হলেন হিউং-মিন। গত মৌসুমের শেষ দিকে ঊরুর চোটে ছিটকে যান গোলরক্ষক লরিস। তার অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করেন সহ-অধিনায়ক হ্যারি কেইন। তবে টটেনহ্যাম ছেড়ে চার বছরের চুক্তিতে শনিবার বায়ার্ন মিউনিখে যোগ দেন ইংলিশ ফরোয়ার্ড কেইন। লরিসও ক্লাব ছাড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে। এর মধ্যেই নতুন অধিনায়ক ঘোষণা করল দলটি।

টটেনহ্যামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৭২ ম্যাচ খেলে ১৪৫ গোল করেছেন ৩১ বছর বয়সী হিউং-মিন।
দক্ষিণ কোরিয়া জাতীয় দলের বর্তমান অধিনায়ক তিনি। এবার ক্লাবকে নেতৃত্ব দেওয়ার পালা। 

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর